Arijit

‘ইট মারলে পাটকেল খাবে’, তৃতীয় টেস্টের আগে রুটদের কড়া হুঁশিয়ারি দিলেন বিরাট

আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট। তবে তৃতীয় টেস্টে নামার আগেই ইংল্যান্ডকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ডের বিরুদ্ধে সরব হয়েছিলেন সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। রাহানের পর এবার বিরাট কোহলি সরব হলেন ইংল্যান্ডের ব্যবহার নিয়ে। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দল যেভাবে বুমরা এবং সামিকে স্লেজিং করেছিলেন তারই জবাব এবার সরাসরি দিলেন বিরাট কোহলি। সাংবাদিক সম্মেলনে বিরাট বললেন, “ওরা ইট ছুড়লে আমরা পাটকেল ছুঁড়তে পিছপা হব না।”

   

জো রুট, জোস বাটলারদের হুঁশিয়ারি দিয়ে এইদিন বিরাট বলেন, ” আমরা যখন মাঠে নামি তখন একজোট হয়ে খেলি। সব সময় মাঠে জেতার জন্যই আমরা লড়াই করি। তবে আমাদের জেতার মাঝে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় কিংবা কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমাদের উস্কানি দেয় তাহলে আমরা একজোট হয়ে তার মোকাবেলা করবো। আমরাও পাল্টা দেব ওদের।”

লর্ডস টেস্টে যেভাবে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাক্যবিনিময় হয়েছিল, যেভাবে অ্যান্ডারসন, বাটলার মাঠের মধ্যেই বুমরা, সামিকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিল সেটা যে ভারত অধিনায়ক বিরাট কোহলি একেবারেই ভাল ভাবে দেখছেন না সেটা তিনি এদিন স্পষ্ট করে দিলেন। এরই পাশাপাশি ইংল্যান্ডের চোট-আঘাত নিয়ে বিরাট কোহলির মন্তব্য বিপক্ষ দল শক্তিশালী হোক কিংবা দুর্বল সেটা নিয়ে আমরা ভাবতে চাইনা। আমরা মাঠের মধ্যে নিজেদের কাজটা ঠিকঠাক ভাবে করতে চাই।