Arijit

ওভালে ৮৫ বছরে দ্বিতীয় জয় ভারতের, স্বর্ণাক্ষরে লেখা থাকবে বিরাটের এই কৃতিত্ব

ওভালে চলতি টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। আর এই হাড্ডাহাড্ডি ম্যাচে ইংল্যান্ডকে 157 রানের বিরাট ব্যবধানে হারিয়েছে ভারত। ওভাল টেস্ট জিতে ফের একবার সিরিজে এগিয়ে গেল বিরাটের টিম ইন্ডিয়া, আর সেই সঙ্গে গড়ল এক বিশেষ নজির। লন্ডনের এই মাঠে 85 বছরে এই নিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতল ভারত।

   

গত 85 বছরে ওভালে মোট 14 টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে মাত্র 1 টি ম্যাচ জিতেছে ভারত, ড্র হয়েছে সাতটি ম্যাচে এবং পাঁচটি ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। আর গতকাল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল ইংল্যান্ডকে হারিয়ে ওভালে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল। এই টেস্ট জয় নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক আলাদা জায়গা করে নেবে।

ওভালে ভারত প্রথমবার টেস্ট ম্যাচ জিতেছিল 1971 সালে। অজিত ওয়াড়েকরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া সেই ম্যাচে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দিয়েছিল। তারপর আরও বেশ কয়েকবার ওভালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। বেশিরভাগ ম্যাচে ভারতকে হার স্বীকার করতে হয়েছিল। তবে গতকাল সেই ওভালের ঐতিহাসিক স্টেডিয়াম ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করল বিরাট কোহলির টিম ইন্ডিয়া।