Arijit

আউট হওয়া থেকে বাঁচতে পাক আম্পায়ারকে ঘুষ দিয়েছিলেন সহবাগ, নিজেই জানালেন সেকথা

ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান হিসেবে ধরা হয় ভারত ওপেনার বীরেন্দ্র সেওয়াগকে। স্বমেজাজে থাকলে বিপক্ষের বোলারদের কালঘাম ছুটিয়ে দেন তিনি। বিশ্বের তাবড় তাবড় বোলাররাও সেওয়াগকে বল করার আগে ভয় পেত।

   

সাদা বলের ক্রিকেটে ওপেন করতে নেমে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন এই সেওয়াগ। এছাড়াও একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দুটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে শেওয়াগেরই। পাঁচ দিনের ক্রিকেট হোক বা 50 ওভারের খেলা অথবা টি-টোয়েন্টির ময়দান, বীরেন্দ্র সহবাগের বিধ্বংসী মেজাজ যেকোন বোলারের রাতের ঘুম কেড়ে নিত।

এই সেওয়াগই নাকি একবার পাকিস্তানী আম্পায়ারকে ঘুষ দিয়ে আউট হওয়া থেকে বেঁচে যান।
2008 সালের ঘটনা। সেই সময় ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই সফর শুরু হওয়ার আগে পাকিস্তানের প্রাপ্তন আম্পায়ার আসাদ রউফকে ব্র্যান্ডেড টি-শার্ট, রোদচশমা, জুতো উপহার দিয়েছিলেন সেওয়াগ এবং মজা করেই বলেছিলেন, “দেখবেন, এর পর আমাকে আউট দেবেন না যেন!”

শেওয়াগ রসিকতা করে রউফকে সেকথা বললেও সত্যি ভেবে নেন তিনি এবং খেলা চলাকালীন মিচেল জনসনের বলে সহবাগ পরিষ্কার আউট হলেও আঙুল তোলেননি রউফ। এমনটাই দাবি করেছেন সহবাগ।