এবার আইপিএলে শুরুর কয়েক দিন আগে হটাৎই সিএসকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। যার ফলে চেন্নাইয়ের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল রবীন্দ্র জাদেজার কাঁধে। তবে জাদেজার নেতৃত্বে একেবারেই বাজে পারফরম্যান্স করে চেন্নাই সুপার কিংস। মরশুমের মাঝপথেই ফের জাদেজাকে সরিয়ে চেন্নাইয়ের অধিনায়ক করা হয় ধোনিকে।
এই মুহূর্তে চেন্নাইয়ের অধিনায়ক রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে বর্তমানে ধোনির অনেকটাই বয়স হয়ে গিয়েছে। ধোনি আর কতদিন ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন এখন সেটাই দেখার। এছাড়াও এই বয়সে ধোনি কি আর নিয়মিত ভাবে দলকে নেতৃত্ব দিতে পারবেন, সেটাও ভাবাচ্ছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট কে।
এমন পরিস্থিতিতে অনেকেই চেন্নাই এর পরবর্তী অধিনায়ক এর নাম বাছতে শুরু করে দিয়েছে। এবার চেন্নাই সুপার কিংস এর পরবর্তী অধিনায়ক বেছে নিলেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। বীরেন্দ্র সেওয়াগের মতে চেন্নাই সুপার কিংস এর পরবর্তী অধিনায়ক হতে পারেন ঋতুরাজ গায়কোয়াড। সেওয়াগ মনে করেন আরও কয়েকটি মরশুম ঋতুরাজ গায়কোয়াড ভালো খেললে ওকেই লম্বা সময়ের জন্য অধিনায়ক করতে পারে চেন্নাই সুপার কিংস।