Moumita

বাজেট কম? পুজোর ছুটিতে মাত্র ৯০০ টাকায় ঘুরে আসুন এই ৫ টি জায়গায়, জানুন পুরো তথ্য

আমাদের বাঙালিদের একটা অভ্যাস হলো ছুটি পেলেই বাইরে বেরিয়ে পড়া। কাশ্মীর থেকে কন্যাকুমারী, বছরে একটা ট্রিপ না হলে যেন মন ভরে না। কিন্তু অনেক সময় পকেটে টান থাকায় এই শখ অধরাই থেকে যায়‌। আর সেইসব মানুষদের কথা ভেবেই আজ এমন কিছু পর্যটন স্থানের সাথে পরিচয় করাবো যেখানে খুব কম খরচেই ছুটি কাটিয়ে আসতে পারবেন। তাহলে দেরি না করে চলুন জেনে নিই নামগুলি।

   

১) লাদাখ : বাইকে লাদাখ ট্রিপ, এ বহু তরুণ তরুণীর স্বপ্ন। নির্মল জলবায়ু আর পাহাড়ে ঘেরা লেক, এ যেন পৃথিবীর মধ্যেই এক টুকরো স্বর্গ। অনেকেই ভাবেন যে লাদাখ টুর হয়তো ব্যাপক খরচসাপেক্ষ। তবে জানিয়ে রাখি মাত্র ১৪০০ টাকা প্রতিদিনের খরচেই এই জায়গা ঘুরে আসা সম্ভব।

২) জয়সলমের : বড়ো বড়ো প্রাসাদ আর হাভেলি তে ভর্তি এই শহর। উট সওয়ারি করার জন্য প্রচুর লোক ভিড় জমায় এখানে। জেনে অবাক হবেন যে মাত্র ১০০০ টাকা প্রতিদিনের খরচই আরামসে ঘুরে আসতে পারবেন জয়সলমের।

৩) স্পিতি : ‘স্পিতি’ নামটা যতজন না জানে তার চেয়েও বেশি জানে ‘লিটল তিব্বত’ কে। এই নামেই বিশেষ খ্যাত এই জায়গাটি। এই জায়গাটি তার সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও, স্পিতি তার সুন্দর পাহাড়, শ্বাসরুদ্ধকর দৃশ্য, হিমবাহ এবং নির্মল পরিবেশের জন্য বিখ্যাত। এখানকার দৈনিক খরচ মাত্র ৯০০ টাকা।

৪) গোয়া : গোয়া নিয়ে নতুন করে বলার কিছু নেই। লম্বা ভ্যাকেশন পেলেই সবার আগে ‘গোয়া’র নাম মাথায় আসে। গোয়ার বিচ ভারতের সাথে সাথে বিদেশেও দারুন বিখ্যাত। জেনে অবাক হবেন যে দৈনিক ১২০০ টাকা খরচেও গোয়া ঘুরে আসা যায়।

৫) হৃষিকেশ : দেবভূমি উত্তরাখণ্ডে অবস্থিত হৃষিকেশ। সাধারণত দৈনন্দিন জীবনের হইহট্টোগোল থেকে দূরে থাকার জন্যই এই জায়গায় আসে মানুষ। এছাড়া সেখানে ট্রেকিং, মাউন্টেন বাইকিং, রিভার রাফটিং, রক ক্লাইম্বিং এবং বাঞ্জি জাম্পিংয়ের এর মত অ্যাকটিভিটিতেও অংশগ্রহণ করতে পারেন। এখানকার দৈনিক খরচও প্রায় ১৪০০ টাকার কাছাকাছি।