Jitujuri

Moumita

আর নয় দীঘা-দার্জিলিং, ঘুরে আসুন পুরুলিয়ার এই গ্রাম থেকে, অবশ্যই মিলবে স্বর্গসুখ

বাঙলায় এখন বিয়ের মরশুম। আর বিয়ের পরেই মধুচন্দ্রিমা বা ঘুরতে যাওয়ার ধুম। এমতাবস্থায় সকলেই বাজেট ফ্রেন্ডলি জায়গা খুঁজে থাকেন যেখান থেকে কয়েকটা দিনের জন্য পোঁটলা পুঁটুলি নিয়ে বেরিয়ে পড়া যায়। নতুন ইনিংস শুরু করার আগে জীবন সঙ্গীর সাথে কয়েকটা দিন একান্তে কাটানোর ইচ্ছে তো সবারই থাকে।

   

অনেক সময় কাজের তাগিদে খুব দূরে কোথাও যাওয়া সম্ভব হয়ে ওঠেনা। আবার অনেকের ক্ষেত্রে, বিয়ের খরচ খরচা সামলে হানিমুনের জন্য টাকা রাখাটাও সমস্যার হয়ে যায়। তাই আজকের প্রতিবেদনে এমন একটা জায়গার সন্ধান দেব যা সামনে তো বটেই, পাশাপাশি খরচটাও ভীষণ কম।

আমদের আজকের গন্তব্যস্থল হল পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম জিতুজুরি (Jitujuri)। কংসাবতীর তীরে ঘন সবুজ জঙ্গলের গা ঘেষে রয়েছে হাতিপাথর ব্যাক প্যাকার্স ক্যাম্প। (hatipathar backpackers’ camp)। একদিকে যেমন পাখিদের কলতান অন্যদিকে কংসাবতী বয়ে চলেছে সারাটা দিন।

যদি আপনার সদ্য বিয়ে হয়েছে এবং খুব অল্প সময়ে এবং কম খরচে কয়েকটা দিন ঘুরে আসতে চান তাহলে এই জায়গা একেবারে আদর্শ। তাছাড়া যদি বন্ধুবান্ধবদের নিয়ে ২ দিনের ছুটি কাটাতে চান তার জন্যেও আদর্শ হবে পুরুলিয়ার জিতুজুরি।

কিভাবে যাবেন : হাওয়া থেকে ট্রেন ধরে বাঁকুড়ায় পৌঁছে যান। সেখান থেকে বাস ধরে মানবাজার। এবং মানবাজার থেকে হাতিপাথর ৯.৬ কিমি। অথবা হাওড়া থেকে পুরুলিয়া ট্রেন ধরতে পারেন। সেখান থেকে বাসে ৫৩ কিমি দূরে মানবাজার। সেখান থেকে ক্যাম্প আরো ৯.৬ কিমি।

কোথায় থাকবেন : মাথাপিছু ১২-১৩০০ টাকা ভাড়া পড়বে পেন্টের জন্য। এবং কটেজ প্রায় ১৫০০ এর মত। খুব সম্ভবত খাওয়া দাওয়া এবং ক্যাম্প ফায়ার এই দামের সাথেই ধরা থাকে। খাবারের মধ্যে আপনি পেয়ে যাবেন, ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্নাক্স, ডিনার, আর পরের দিন ব্রেকফাস্ট।