Arijit

অধিনায়কত্ব ছাড়াই বিরাটকে নিয়ে আবেগঘন বার্তা ভিভ রিচার্ডসন, সৌরভ, সচিনের

শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন পড়ে যায়। তার কারণ টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। প্রতিক্রিয়া জানিয়েছেন কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা ভিভ রিচার্ডসন।

   

অতীতে বহুবার ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা শোনা গিয়েছিল ভিভ রিচার্ডসনের মুখে। এবার অধিনায়কত্ব ছাড়ার পর টুইটারে রিচার্ডসন লিখেছেন, ‘‘ভারতীয় অধিনায়ক হিসেবে দুর্দান্ত সময় উপহার দেওয়ার জন্য বিরাট কোহলিকে অভিনন্দন। দলনেতা ও ক্রিকেটার হিসেবে তুমি যা অর্জন করেছ, তার জন্য তোমার গর্বিত হওয়া উচিত।’’ ভিভ আরও লিখেছেন, ‘‘অবশ্যই বিশ্ব ক্রিকেটের সেরা অধিনায়কদের তালিকায় তোমার নাম উপরের দিকেই থাকবে।’’

এছাড়াও এইদিন বিরাটকে নিয়ে টুইট করেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। টুইটারে দাদা লিখেছেন, ‘‘বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই উন্নতি করেছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে ও গুরুত্বপূর্ণ সদস্য হবে। দারুণ এক ক্রিকেটার।’’

সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘‘তুমি সব সময় দলের জন্য একশো শতাংশ দিতে। জানি, এ ভাবে দিয়েও যাবে।’’