মার্কেট কাঁপাতে সুপারফোন লঞ্চ করল Vivo, রয়েছে 50 MP ক্যামেরা, 12GB RAM, এক চার্জে চলবে টানা তিন দিন

নিউজশর্ট ডেস্কঃ গ্রাহকদের বিচারে ভিভো একটি অত্যন্ত জনপ্রিয় ফোন। গ্রাহকদের নতুনভাবে আকর্ষিত করার জন্য নিত্যনতুন ফোন নিয়ে আসছে ভিভো কোম্পানি। চলতি বছরের শুরুর দিকে চিনে Vivo S17t সিরিজের সূচনা করা হয়েছিল। এই সিরিজে Vivo S17e, Vivo S17, Vivo S17 Pro এবং Vivo S17t ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। কিন্তু Vivo S17t এই ফোনটি বিক্রি করা শুরু হয়নি। দুইদিন আগে কোম্পানির তরফ থেকে দাম এবং সেল সম্পর্কে জানিয়ে দিয়েছে।

চলুন তাহলে এই ফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

দাম: এই ফোনের দাম রাখা হয়েছে প্রায় ৩৪,০০০ টাকা।

স্পেসিফিকেশন এবং ফিচার্স :

  • ডিসপ্লে: Vivo S17t ফোনটিতে 1.5কে রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করবে বলে জানা গিয়েছে।
  • প্রসেসর: এই ফোনে Dimensity 8050 চিপসেট রয়েছে।
  • ব্যাটারি: এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4600 এমএএইচ ব্যাটারির ব্যবস্থা আছে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 12GB LPDDR4x RAM এবং 512GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ আছে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা আছে। এছাড়া ওআইএস সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।  এর সাথেই সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে। এই ফোনের দুটি ক্যামেরাই সেটআপ 4K ভিডিও রেকর্ডিং করতে  পারবে।
  • ওএস: Vivo S17t ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারবে।
  • অন্যান্য: এই ফোনটিতে ডুয়েল সিম 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্ট রাখা আছে। এই ফোনটি ব্ল্যাক, মাউন্টেন সী গ্রীন (ব্লু) এবং সী অফ ফ্লাওয়ার্স (পিঙ্ক) কালারে সেল করা হবে।

Papiya Paul

X