Vodafone Idea

Vodafone Idea: গ্রাহকদের জন্য ভোডাফোনের দারুন উপহার! মাত্র ৪৯ টাকায় ২০ জিবি ডেটা

নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হল ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। দীর্ঘদিন ধরেই দেশের দুই প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থা ভারতি এয়ারটেল (Airtel) এবং রিলায়েন্স জিওকে (Jio) টাকা দেওয়ার চেষ্টা করে চলেছে এই কোম্পানি। তাই গ্রাহক টানতেই এবার দুর্দান্ত বেনিফিটসহ মাত্র ৪৯ টাকার একটি রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে এসেছে ভোডাফোন আইডিয়া।

তবে জানা যাচ্ছে এটি একটি মূলত একটি ডেটা ভাউচার (Data Voucher)। কোন একটি বেস প্ল্যান থাকলে তবেই এই প্ল্যানটি কাজ করবে। তাই এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করার জন্য আগের থেকেই একটি প্ল্যান থাকা প্রয়োজন। ৪৯ টাকার এই প্ল্যানটি এয়ারটেল এবং জিও’তেও রয়েছে। আসুন এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ভোডাফোন আইডিয়ার ৪৯ টাকার এই প্লানের ভ্যালিডিটি মাত্র একদিনের জন্যই পাওয়া যায়। এখানে বলে রাখি, এই প্ল্যানটি রিচার্জের দিনেই রাত ১১:৫৯ এর সময়েই এর ভ্যালিডিটি শেষ হয়ে যায়। ভোডাফোন আইডিয়ার ৪৯ টাকার এই প্ল্যানে গ্রাহকদের ২০জিবি ইন্টারনেট দেওয়া হয়ে থাকে। এখানে জানিয়ে রাখি আগে ভোডাফোন আইডিয়া ৪৯ টাকার প্ল্যানে ডেটা ভাউচার হিসাবে ৬ জিবি ডেটা দেওয়া হতো।

ডেটা ভাউচার,Data Voucher,ভোডাফোন আইডিয়া,Vodafone Idea,এয়ারটেল,Airtel,জিও,Jio,রিচার্জ প্ল্যান,Recharge Plan,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ভোডাফোন আইডিয়ার এই ৪৯ টাকার প্ল্যানটি শুধুমাত্র সেই সমস্ত গ্রাহকদের জন্য যারা কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণ ডেটা ব্যবহার করে থাকেন।  এছাড়া আইপিএল চলাকালীন মিডিয়াম থেকে হাই কোয়ালিটিতে ক্রিকেট ম্যাচ-ও দেখা যায়। এছাড়া ইউজারদের একদিনের জন্য প্রচুর পরিমাণ ডেটার প্রয়োজন হলে তাদের জন্য এই প্ল্যানটিও সেরা অপশন হয়ে থাকে।

আরও পড়ুন: টিকিট কাটার লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ! আরও সস্তায় টিকিট দিচ্ছে রেল

ডেটা ভাউচার,Data Voucher,ভোডাফোন আইডিয়া,Vodafone Idea,এয়ারটেল,Airtel,জিও,Jio,রিচার্জ প্ল্যান,Recharge Plan,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে শুধু ভোডাফোন আইডিয়া-ও নয়। এয়ারটেল এবং জিওর’ও ৪৯ টাকা রিচার্জ প্ল্যান রয়েছে। তবে এই দুটি প্ল্যানে শুধুমাত্র ডেটা দেওয়া হচ্ছে। এয়ারটেলের ৪৯ টাকার প্ল্যানে এক দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড ডেটা দেওয়া হয়। অন্যদিকে জিও’র ৪৯ টাকার প্ল্যানে একদিনের জন্য ২৫ জিবি ডেটা দেওয়া হয়। তবে এই ডেটা শেষ হয়ে গেলেও ইউজারদের ৬৪ কেবিপিএস স্পিডে ডেটা পেয়ে থাকেন।

Avatar

anita

X