বছর শেষে ধামাকা অফার VI-র, মাত্র ২৩ টাকায় মিলবে আনলিমিটেড ডেটা! মাথায় হাত Jio, Airtel-র

নিউজশর্ট ডেস্কঃ দেশের তৃতীয় সবথেকে বড় টেলিকম সংস্থার নাম ভোডাফোন-আইডিয়া(Vodafone-Idea)। যদিও এই কোম্পানি এখনো পর্যন্ত ৫জি পরিষেবা চালু করতে পারেনি। কিন্তু তবুও গ্রাহকদের মন জয় করতে একটার পর একটা নতুন প্ল্যান নিয়ে এসেছে এই সংস্থা। সম্প্রতি এমনই একটি সস্তার প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন আইডিয়া। এই নতুন প্ল্যানের(Recharge Plan) দাম মাত্র ২৩ টাকা।

VI-এর ২৩ টাকা প্ল্যানের অফার: এটি একটি প্রিপেইড ডেটা ভাউচার। এই প্ল্যানে ১.২ জিবি ডেটা পাওয়া যায়। যদি আগে থেকে কোন প্ল্যান রিচার্জ করা থাকে এবং সেই প্ল্যানের ডাটা শেষ হয়ে যায়। তাহলে আপনি ২৩ টাকা দামের এই প্ল্যানটি রিচার্জ করে অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানের ডাটা শেষ হওয়া পর্যন্ত বা মেন প্ল্যানের ভ্যালিডিটি শেষ হওয়া পর্যন্ত এই প্ল্যানটি উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

এই কোম্পানির তরফ থেকে আরও কয়েকটি সস্তার ডেটা ভাউচার প্ল্যান রয়েছে।
ভোডাফোন আইডিয়া ২৪ টাকা দামের একটি প্ল্যান এনেছে।যেটির ভ্যালিডিটি রয়েছে মাত্র এক ঘন্টা। তবে এই প্ল্যানটি রিচার্জ করে আনলিমিটেড ডেটা উপভোগ করা যেতে পারে। তেমনি এই কোম্পানির ২৫ টাকা দামের একটি প্ল্যান রয়েছে। যেটির বৈধতাও একদিনের জন্য। এই একদিনের জন্য ১.১ জিবি ডেটা পাওয়া যায়।

আরও পড়ুন: নতুন SIM কেনার আগে সাবধান! নিয়ম না মানলেই হতে পারে জেল ও ১০ লাখ জরিমানা

এছাড়া এই সংস্থার আরেকটি  হল ১৯৯ টাকার প্ল্যান। সেটার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক –

VI-এর ১৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের ক্ষেত্রে গ্রাহকেরা প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট পাবেন। এর সঙ্গে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা রয়েছে। এই প্ল্যানের বৈধতা থাকবে ১৮ দিন পর্যন্ত।

Papiya Paul

X