Arijit

ধোনিকে অধিনায়ক করা ভুল হয়েছে চেন্নাইয়ের, বড় বয়ান দিলেন সহবাগ

এবার আইপিএলে শুরুতে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তারপর রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক ঘোষণা করেছিল চেন্নাই সুপার কিংস। তবে জাদেজার নেতৃত্বে চেন্নাইয়ের অবস্থা খুবই খারাপ হয়, প্ৰথমে দিকে প্রতিটা ম্যাচই হেরে যায় চেন্নাই সুপার কিংস। তারপর জাদেজাকে সরিয়ে ফের ধোনিকে অধিনায়ক করা হয়েছে চেন্নাইয়ের।

   

চেন্নাই সুপার কিংসের এই সিদ্ধান্তকে ভুল বলে বিবেচনা করলেন ভারতের প্রাক্তন তারকা ওপেনার ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ। বীরেন্দ্র সহবাগের মতে, শুধু মাত্র ফলের উপর বিচার করে নেতা বদল করা উচিত হয়নি চেন্নাইয়ের।

এক ওয়েবসাইটে সহবাগ বলেছেন, “ধোনির থেকে জাডেজার হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়ে মরসুমের শুরুতে ওরা প্রথম ভুল করেছে। ওটা ভুল সিদ্ধান্ত ছিল।” সহবাগের মতে, প্রথম থেকে ধোনি এই দলকে পেলে অনেক ভাল ফল হত। চেন্নাইকে পয়েন্ট তালিকার নীচের দিকে থাকতে হত না।