Arijit

ভারতীয় দলে সুযোগ পেতে কাউন্টি খেলতে ছুটছেন আরও এক ক্রিকেটার

ভারতীয় টেস্ট দলের অন্যতম প্রধান ভরসা ছিলেন চেতেশ্বর পুজারা। কিন্তু দীর্ঘদিন খারাপ ফর্মের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল পূজারাকে। তবে হাল ছাড়েননি পূজারা। ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়ার পরে কাউন্টি খেলতে গিয়েছিলেন চেতেশ্বর পুজারা। সাসেক্সের হয়ে ভাল খেলে দলে আবার জায়গা করে নিয়েছেন তিনি।

   

এবার দলে সুযোগ পাওয়ার জন্য কাউন্টি খেলতে যাচ্ছেন ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর। তিনি যোগ দিচ্ছেন ল্যাঙ্কাশায়ারে।

এবার আইপিএল চলাকালীন চোট পেয়ে আইপিএলের মাঝপথে ছিটকে যান ওয়াশিংটন সুন্দর। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হয়েছেন ওয়াশিংটন। তবে সুস্থ হলেও ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। আর তাই এবার কাউন্টি খেলতে যাচ্ছেন ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর।
এই প্রসঙ্গ বিসিসিআইয়ের এক আধিকারিক বলেছেন, ‘‘ওয়াশিংটন প্রায় সুস্থ হয়ে উঠেছে। কিন্তু এখনও ম্যাচ ফিট হতে খেলতে হবে ওকে। তাই ল্যাঙ্কাশায়ার যাচ্ছে ওয়াশিংটন। ওখানে খেলে জাতীয় দলে ফেরার চেষ্টা করবে ও।’’