সৌন্দর্যে হারিয়ে দেবে নায়াগ্রাকে, ভারতের এই অজানা জলপ্রপাত দেখতে গেলে আর ফিরতে মন চাইবে না

নিউজশর্ট ডেস্কঃ ঘুরতে ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অবশ্য মানুষ অবশ্য মানুষের কর্ম ব্যস্ত জীবনে ভ্রমণই হল একমাত্র উপযোগী বিনোদন। তাই সময় পেলেই মাথার চাপ কমানোর জন্য ভ্রমণে বেরিয়ে পড়া উচিতও বটে। আবার অনেকেই আছেন, শুধুমাত্র জলপ্রপাত দেখতে ছুটে যান এ প্রান্ত ও প্রান্ত।

আর আমরা যদি বলি, আমাদের দেশেও এমন অনেক জলপ্রপাত আছে যা কিন্তু বিদেশের জলপ্রপাতের সঙ্গে সহজেই তুলনীয়, তাহলে কি অবিশ্বাস করবেন? তাহলে জানিয়ে দিই যে, এই জলপ্রপাত দেখার পর আপনার নায়গ্রার কথা মনে আসবেই। তাহলে চলুন জেনে নিই বিস্তারিত।

দক্ষিণের নানেঘাট (Naneghat) জলপ্রপাতের (Waterfall) নাম শুনেছেন? এই জায়গার নাম শুনলেও অনেকেই হয়তো সশরীরে ঘুরে আসেননি। তবে একবার এই জায়গায় গেলে আর ফিরে আসার ইচ্ছে করবেনা। এমনকি বাড়ির কাছের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে নায়গ্রার কথাও ভুলে যেতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য, শুধু জলপ্রপাতই নয়, নানেঘাটের পথেই রয়েছে ২০০০ বছরের পুরোনো গুহা। যেখানে রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন। তাই ইতিহাস প্রেমীদের জন্য এক্কেবারে আদর্শ স্থান হতে পারে এটি। পাশাপাশি যদি কেউ অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে তাদের জন্যেও আদর্শ স্থান হবে এটি।

আরো একটি দেখার জায়গা রয়েছে এখানে। তা হল লোহাগড় দূর্গ। এখানেও একবার ঢুঁ মেরে আসতে পারেন। তাই আগামী বর্ষায় কোন ভ্রমণ প্ল্যান থাকলে তা হতেই পারে নানেঘাট জলপ্রপাত। তাছাড়া দেশের মধ্যেই এতসুন্দর একটা জায়গা থাকতে আর বিদেশ যাওয়ার প্রয়োজনই বা কি!

কীভাবে যাবেন : নানেঘাটের নিকটতম বিমানবন্দর হল পুনে। যা বিমানে কলকাতা থেকে মাত্র কয়েকঘন্টার দূরত্ব। এখানকার নিকটতম নিকটতম রেলওয়ে স্টেশন হল আঁতগাও। আর এখান থেকে খুব সহজেই পৌঁছে যাবেন নানেঘাট জলপ্রপাত।

Papiya Paul

X