নিউজশর্ট ডেস্কঃ রাজ্যের গরিব মানুষদের জন্য একাধিক সামাজিক ও আর্থিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোটদের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী থেকে শুরু করে রূপশ্রী, সবুজসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এর মত অজস্র প্রকল্প রয়েছে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হল লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar)। যার দৌলতে কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যায়।
লক্ষীর ভান্ডার নিয়ে বড় আপডেট
একসময় মাসে সাধারণ মহিলাদের জন্য ৫০০ টাকা ও সংখ্যালঘু মহিলাদের জন্য ১০০০ টাকা দিয়ে চালু হয়েছিল লক্ষীর ভান্ডার। তবে ২০২৪ সালের ভোটের আগেই সেটা বাড়িয়ে সাধারণের জন্য ১০০০ টাকা ও সংখ্যালঘু মহিলাদের জন্য ১২০০ টাকা করে দেওয়া। হয়েছে। অনেকের মতে এটাই লোকসভা ভোট তৃণমূলের জেতার অন্যতম একটি কারণ।
ফের বাড়ছে লক্ষীর ভান্ডারের অনুদান?
তবে এবার ভোট মেটার পর পুজোর আগেই ফের সুখবর মিলতে। পারে অনেকের মতেই জানা যাচ্ছে সরকার নাকি লক্ষীর ভাণ্ডারে দেওয়া টাকার পরিমাণ আবারও বাড়াতে চলেছে। এবার সাধারণ মহিলাদের ১০০০ এর বদলে ১৫০০ টাকা ও সংখ্যালঘু মহিলাদের ১২০০ এর বদলে ২০০০ টাকা দেওয়া হতে পারে। যদি এটা সত্যি হয় তাহলে সত্যিই দারুন খুশির খবর হবে। যদিও এই নিয়ে কোনো অফিসিয়াল আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
প্রসঙ্গত, মহিলাদের স্বনির্ভর করতে পশ্চিবঙ্গ সরকারের তরফ থেকে আরও একটি নতুন প্রকল্প আনা হয়েছে। নতুন এই স্কিমের নাম ‘জাগো প্রকল্প’। শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর দল গড়ে এককালীন ৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে সেক্ষেত্রে কিছু যোগ্যতা রয়েছে সেগুলো পূরণ হতে হবে।