Arijit Singh

Moumita

‘আমরা বাঁচাতে পারিনি’, তিলোত্তমার বুকে মায়ের স্মৃতিতে আবেগঘন অরিজিৎ, ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা

অবশেষে অপেক্ষা এবং বিতর্কের অবসান। গত শনিবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তিলোত্তমা নগরীর বুকে অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট। জিয়াগঞ্জের ছেলেটির সুরের মূর্ছনায় ভাসলো মহানগরী। গেরুয়া বিতর্কের জবাব, রূপমের(Rupam Islam) সঙ্গে যুগলবন্দি—এমন কত স্মরণীয় মুহূর্ত তৈরি হল মঞ্চে।

   

আর পাঁচটা শো-র থেকে বেশ আলাদা ছিল এই কনসার্ট। গায়কের কথায়, ‘মনে হচ্ছে বাড়ির পাশে গান গাইছি’। গিটার হাতে অ্যাকোয়াটিকার বুকে কার্যত ঝড় তুললেন তিনি। বাংলা ব্যান্ডের গান থেকে শুরু করে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, তাঁর গায়েকিতে বুঁদ দর্শক। এতকিছুর মাঝেও কিছু যেন একটা মিসিং ছিল এইদিন।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৩ বছর পর তিলোত্তমার বুকে প্রোগ্রাম করলেন অরিজিৎ। আর এই প্রথম, যখন কলকাতায় অরিজিৎ-এর কনসার্ট, অথচ তাঁর মা নেই! তিনি চলে গেছেন না ফেরার দেশে। তাই প্রিয় শহরে গান গাইতে গিয়ে প্রিয় মানুষটার স্মৃতি বারবার নাড়া দিচ্ছিল তাকে।

২০২১ সালে প্রাণঘাতী ভাইরাস কোভিডে আক্রান্ত হওয়ার পর প্রাণ হারান তিনি। কলকাতারই এক হাসপাতালে ভর্তি ছিলেন অদিতি সিং। কোভিড-মুক্ত হলেও শেষমেশ মাল্টি অর্গান ফেলিওরের জেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন অরিজিৎ-এর মা। মাত্র ৫৭ বছর বয়সে সবাইকে ছেড়ে ইহলোক ত্যাগ করেন অরিজিৎ-র মা।

এইদিন মায়ের স্মৃতিতে অরিজিৎ বলে উঠলেন, ‘আমি কলকাতায় এই প্রথম প্রোগাম করছি, মা নেই! এর আগে যখন প্রোগাম করেছিলাম মা ছিল। আমাকে না অনেকে সাহায্য করেছেন… থ্যাঙ্ক ইউ, ছোট থেকে বড়…অনেকে সাহায্য করেছে। আমি সবার সঙ্গে দেখা করতে পারিনি। আমরা বাঁচাতে পারিনি মানুষটাকে….যে যার সময়মতো সবাই চলে যায়। ধন্যবাদ, সেই সময় যারা কলকাতাতে পাশে এসে দাঁড়িয়ে ছিলেন’।