Papiya Paul

পৌষের শেষ দিনে উধাও শীতের আমেজ, বৃষ্টি নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

এই বছর শীতকালেও বৃষ্টির প্রভাব রয়েছে। ইতিমধ্যেই কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আজ অর্থাৎ মকর সংক্রান্তিতে রাজ্যে বৃষ্টির পরিবেশ থাকবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের সেভাবে দেখা না পাওয়া গেলেও বৃষ্টির আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে।

   

মূলত দুটো পশ্চিমী ঝঞ্জা রাজ্যে আসার ফলে শনিবার ও রবিবার অল্প হলেও শীতের আমেজটা কমে যাবে। আজকেও দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজকে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রী সেলসিয়াস এর আশে পাশে থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি।

আজ সকালের দিকে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা নামবে। আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রী সেলসিয়াস এর আশে পাশে থাকবে। আগামীকাল সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তাই আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।