নিউজশর্ট ডেস্কঃ ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। উত্তর থেকে দক্ষিণ(South Bengal) দুই জায়গাতেই একই দশা। মাঝে কিছুদিন একটা না বৃষ্টিপাত হলেও আবার অস্বস্তিকর গরমের পরিবেশ তৈরি হয়েছে। তবে এবার এই গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ থেকে আবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা।
কলকাতা সহ আশেপাশের জেলাতে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামীকাল অর্থাৎ শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবার অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমান কমতে চলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী দুইদিন তাপমাত্রার পারদও কিছুটা নামবে বলে জানিয়েছেন আবহওয়া দফতর।