পার্থ সারথি মান্না, কলকাতাঃ এক দিন বৃষ্টি তো পরের দিনে অতিরিক্ত গরম। আবহাওয়ার খামখেয়ালীপনায় অতিষ্ট বঙ্গবাসী। কিছুদিন আগেই যেখানে নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি চলছিল সেখানে খটখটে রোদের দেখা মিলছে বিগত দুদিন। তবে এবার আবারও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Today)? চলুন দেখে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
যদিও বেলা যত বাড়বে তাপমাত্রা উর্দ্ধমুখী হবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলোর বেশ কিছু জায়গায় বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, অলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলা যেমন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবারেও দুর্যোগ পিছু ছাড়ছে না বাংলার। দক্ষিণের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছু জেলায় বজ্রপাতও চলবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, অলিপুরদুয়ার ও কোচবিহারে একইরকম বৃষ্টির সতর্কতা জারি থাকছে। এমনকি বাদ যায়নি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাও।