Weekend Travel Destination Banalata Resort Bishnupur

দিঘা অতীত! রইল কলকাতার কাছেই সবুজে ঘেরা সেরা হলিডে ডেস্টিনেশনের হদিশ

নিউজশর্ট ডেস্কঃ গোটা সপ্তাহ কাজের ব্যস্ততার মধ্যে থাকলেও সপ্তাহান্তে মন চায় একটু শান্তি। আর যদি দু দিনের ছুটি পাওয়া যায় তাহলে তো ঘুরতে যাওয়ার জন্য ছটফট করে ওঠে বাঙালির হৃদয়। তবে ঝটপট গিয়ে ফিরতেও হবে, তাই কাছাকাছির মধ্যেই ভ্রমণ ডেস্টিনেশন (Travel Destination) খুঁজছেন? আজ রইল কলকাতার কাছেই এমন এক অপূর্ব সুন্দর উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ।

শহুরে ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির মাঝে যদি দুটো দিন কাটানো যায় তাহলেই গোটা সপ্তাহের ক্লান্তি ঝেড়ে ফেলা যায়। এমনই একটি সুন্দর পরিবেশ রয়েছে লাল মাটির দেশ বাঁকুড়ায়। আজ আপনাদের যে জায়গার কথা বলব সেটি হল বাঁকুড়ার বনলতা রিসোর্ট। যেটা কলকাতার থেকে ১৩০ কিমির মধ্যেই।

গ্রামই পরিবেশ আর সবুজে ঘেরা বনলতা রিসোর্ট যে কারোর মন ভালো করে দেবে এটুকু বলা যেতেই পারে। তাছাড়া এখানে মুরগি ছাড়াও একাধিক মাংসের স্বাদ পেতে পারেন এলাহী ভোজের মাধ্যমে। রিসোর্টে হাঁস, মুরগির সাথে কোয়েল, টার্কি থেকে শুরু করে ইমুর মাংসও পাওয়া যাবে। তাছাড়া এখানে বনমুরগীর কষা একপ্রকার স্পেশাল আইটেম বলা যেতে পারে।

এবার নিশ্চই ভাবছেন কিভাবে যাবেন আর একদিনের খরচ মোটামুটি কেমন হবে? প্রথমেই বলি যাতায়াতের কথা, আপনি চাইলে হাওড়া থেকে ট্রেনে বিষ্ণুপুর চলে আসতে পারেন। তারপর সেখান থেকে ভাড়া গাড়ি করে চলে আসতে পারেন রিসোর্টে। এছাড়া নিজস্ব গাড়ি থাকলে ড্রাইভ করেও চলে আসতে পারেন। বনলতা রিসোর্টে থাকার খরচ শুরু হয় মাত্র ২২৪০ টাকা থেকেই।

আরও পড়ুনঃ বর্ষায় হলিডের প্ল্যান? রইল পশ্চিমবঙ্গের ৮টি পারফেক্ট টুরিস্ট ডেস্টিনেশনের হদিশ

অবশ্য আপনি থাকার জন্য এলডিহি কটেজও বুকিং করতে পারেন। সেক্ষেত্রে এক রাতের ভাড়া প্রায় ৮৫০০ টাকা পর্যন্তও হতে পারে। তবে শুধুই থাকা খাওয়া নয়, এখানে চাইলে জঙ্গল সাফারি প্যাকেজও বুক করতে পারেন। তার জন্য অবশ্য আপনাকে আলাদা করে খরচ করতে হবে। তবে ফ্যামিলি নিয়ে যদি দুটো দিন এনজয় করতে চান তাহলে এটা আপনার জন্য একেবারে পারফেক্ট ডেস্টিনেশন হতেই পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X