West Bengal Finance Department Medical Cell New notification for Government Employees

আরও বাড়ল সুবিধা! পুজোর আগে অর্থ দফতরের বিজ্ঞপ্তি দেখেই খুশিতে আত্মহারা সরকারি কর্মীরা

পার্থ মান্না : সরকারি চাকরি মানেই মোটা মাইনে, প্রচুর ছুটি আর সাথে বিশেষ সুযোগ সুবিধা একটা কারোরই অজানা নেই। আর এমাসের শুরু থেকেই রাজ্য সরকারের কর্মীদের জন্য একেরপর এক সুখবর মিলেছে। তবে এখনও শেষ হয়নি। সম্প্রতি ১৩ই সেপ্টেম্বর আবারও নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেটা দেখে দারুন খুশি রাজ্য সরকারের কর্মীরা। কি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে? চলুন জেনে নেওয়া যাক।

আসলে রাজ্য সরকারের কর্মীদের জন্য রয়েছে হেলথ স্কিম যেখানে ২ লক্ষ টাকার পর্যন্ত চিকিৎসার খরচ পাওয়া যায়। তবে এক্ষেত্রে নির্দিষ্ট কিছু হাসপাতালে বা প্রতিষ্ঠানে যেতে হত। এবার সেই তালিকাতেই নতুন করে কিছু প্রতিষ্ঠানের নাম যুক্ত করা হল। যেটা সরকারি কর্মীদের জন্য একটা দারুন সুখবর। নিচে নব সংযুক্ত প্রতিষ্ঠানের নাম দেওয়া হলঃ

  • বজবজ এমজি রোডের জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল
  • শঙ্কর জ্যোতি চক্ষু হাসপাতাল খড়দহ
  • পালস ডায়াগনিস্টিক প্রাইভেট লিমিটেড
  • থেইসম আল্ট্রাসাউন্ড সেন্টার, দমদম
  • নার্সিসাস মেডিকেল সেন্টার, শেওড়াফুলি

উপিরযুক্ত সমস্ত প্রতিষ্ঠানগুলিতে এবার থেকে সরকারি স্বাস্থ্য স্কিমের সুবিধা পাবেন সরকারি কর্মীরা। তবে স্বাস্থ্য সংক্র্যাং স্কিমে এটাই একমাত্র ঘোষণা নয়। এবছর একাধিক ঘোষণা এসেছে কর্মচারীদের জন্য।

জুলাই মাসেই অর্থ দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা জানানো হয় সমস্ত সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য হেলথ স্কীমে নতুন সুবিধা যোগ করা হবে। এরপর কিছুদিন আগেই জানানো হয় যে চোখের চিকিৎসার জন্য ‘লুসেনটিস’ নামক ইনজেকশনের দাম পুরোটাই পাওয়া যাবে। আগে যেখানে এই ইনজেকশনের জন্য ৪৫০০০ টাকা পাওয়া যেত সেখানে এখন দাম ৫০ হাজার পেরোলে সেটাও পাওয়া যাব। তবে সেক্ষেত্রে আগে থেকে মেডিকেল সেলের অনুমোদন নিতে হবে।

আরও পড়ুনঃ দুপুরে হটাৎই ধর্নামঞ্চে হাজির মুখ্যমন্ত্রী, জুনিয়ার ডাক্তারদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন মমতা?

এছাড়াও 100ml হিউম্যান অ্যালবুমিনের জন্যও বরাদ্দ বৃদ্ধি কর হয়েছে। আগে যেখানে সরকারি কর্মীরা এই ওষুধের জন্য ৩০০০ পর্যন্ত পেতে সেটার খরচ এখন থেকে পুরোটাই রাজ্য সরকার বহন করবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X