West Bengal Government announce new holiday for september month on Karam Puja

মেঘ না চাইতেই জল! সেপ্টেম্বর মাসে নতুন ছুটি ঘোষণা করতেই খুশি রাজ্য সরকারের কর্মীরা

নিউজশর্ট ডেস্কঃ এমনিতেই সরকারি কর্মীদের ছুটির তালিকা লম্বা। তবে মাঝে মধ্যেই নতুন করে ছুটির খবর ঘোষণা হয় যেটা হাসি ফুটিয়ে তোলে কর্মীদের মুখে। কারণ যদি একটানা একটা লম্বা ছুটি পাওয়া যায় তাহলে ঝটপট কোথাও থেকে ঘুরে আসা যায়। গতমাসেও এমন ছুটি মিলেছিল। আর এবার সেপ্টেম্বর মাসের জন্যও নতুন করে ঘোষণা করা হল ছুটি। যার ফলে একটানা ৩ দিনের ছুটি পেয়ে যাবেন রাজ্য সরকারের কর্মীরা।

কর্মীদের জন্য নতুন ছুটির ঘোষণা করল রাজ্য সরকার

আজ অর্থাৎ ৪ঠা সেপ্টেম্বর বুধবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন ছুটির ছুটির কথা ঘোষণা করা হল। আগামী ১৪ই সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিস থেকে শুরু করে সরকারের অধীনে থাকা অফিস, স্কুল কলেজ বন্ধ থাকবে। যার ফলে একটানা প্রায় তিন দিনের ছুটি পাওয়া যাবে। এমন একটা লম্বা উইকেন্ড পেয়ে স্বাভাবিকভাবে খুশি কর্মীদের সকলেই। ভাবছেন একদিনের ছুটিতে কিভাবে হচ্ছে লম্বা উইকেন্ড?

আসলে ১৪ই সেপ্টেম্বর শনিবার তাই ১৫ তারিখ রবিবার উপলক্ষে এমনিতেই ছুটি থাকবে। এরপর ১৬ই সেপ্টেম্বর ফতোয়া-দোয়াজ-দাহাম উপলক্ষে সরকারি ছুটি থাকছে। তাই ১৪ থেকে ১৬ পর্যন্ত তিন দিনের লম্বা ছুটি পাওয়া যাবে। এই সময় একটা ছোটোখাটো ট্যুর প্ল্যান করে নেওয়া যেতেই পারে।

আগে করমপুজো উপলক্ষে ছুটি পাওয়া যেত ঠিকই তবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজে একেবারে পূর্ণদিবস হত না। যাঁরা এই পুজোর করত সেই সমস্ত কর্মীদের জন্য ছুটি বরাদ্দ করা হত। মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাই প্রকৃতি ও চাষের জন্য এই পুজো করে থাকে। তবে সেই নিয়ম পাল্টে গিয়েছে। গতবছরও করম পুজো উপলক্ষে ছুটির ঘোষণা করা হয়েছিল। তাই এবছরের ছুটি যে পাওয়া যাবে সেটা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল। যদিও তারিখ নিয়ে নিশ্চিত ছিলেন না কেউ।

আরও পড়ুনঃ বাঙালিকে সস্তায় ইলিশ খাওয়াবে সরকার! দুর্গাপুজোর আগেই একঝাঁক দোকান খুলছে এই জায়গাগুলিতে

প্রসঙ্গত, ছুটি ঘোষণার পাশাপাশি রাজ্য সরকারের কর্মীদের জন্য আরও একটি সুখবর মিলেছে। বিগত সোমবারেই অর্থ দফতরের তরফ থেকে জানায় হয় মানসিক চিকিৎসা সংক্রান্ত খরচও দেওয়া হবে সরকারের তরফ থেকে। এতদিন মোট ১৭ টি অসুখের জন্য হাসপাতালের বাইরে চিকিৎসার জন্য খরচ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। তবে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসা। যার ফলে হাসপাতালে না থেকে বাড়িতেই যদি এই ধরণের অসুখের চিকিৎসা করানো হয় সেক্ষেত্রে সরকারি হেলথ স্কিমের থেকেই টাকা পাওয়া যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X