West Bengal Government New Scheme will give upto Rs 5000 to men and women

লক্ষীর ভান্ডার অতীত! মহিলা-পুরুষ সবাই পাবে ৫০০০, নতুন প্রকল্প আনল রাজ্য সরকার

নিউজশর্ট ডেস্কঃ রাজ্যের গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে চালু করা হয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডারের মত প্রকল্পে উপকৃত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। তবে এবার আরও একটি প্রকল্প সম্পর্কে জানা গেল ৫০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে মিলবে ৫০০০

লক্ষীর ভান্ডারের ব্যাপক জনপ্রিয়তা পেলেও এই প্রকল্পে শুধুমাত্র মহিলাদের আর্থিক সাহায্য করা হয়। তবে এবার যে প্রকল্প চালু হয়েছে সেটাতে মহিলা হোক বা পুরুষ সকলেই ৫০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন। যদিও সকলে আবেদন করতে পারবেন না। তাঁতশিল্পী ও তাঁতশিল্পের সাথে যুক্ত হলে তবেই অ্যাপ্লাই করা যাবে।

যেমনটা জানা যাচ্ছে শুধুমাত্র ৫০০০ টাকা নয়, ১০০০০ টাকার অতিরিক্ত অর্থ সাহায্য ও ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। এখানেই শেষ নয়। এখানেই শেষ নয়, যদি আবেদনকারী তাঁতশিল্পী বা তাঁতশিল্পের সাথে যুক্ত ব্যক্তির ৬০ বছরের আগে মৃত্যু হয় তাহলে এককালীন ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে পারিবারিকে।

কিভাবে আবেদন করতে হবে?

এই প্রকল্পের জন্য মূলত অফলাইনে আবেদন করতে হবে। রাজ্যের বিভিন্ন জেলায় থাকা হ্যান্ডলুম অফিসে আবেদনের ফর্ম দেওয়া শুরু হয়েছে। এছাড়া নিকটবর্তী BDO অফিস থেকেও ফর্ম পাওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ কতটা গ্যাস আছে সিলিন্ডারে? এই পদ্ধতিতে জেনেনিন সহজেই

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

এই প্রকল্পে আবেদনের জন্য কিছু ডকুমেন্টস লাগবে যেগুলো সাবমিট করতে হবে। বা ফর্ম নেওয়ার সময়েও দেখতে চাওয়া হতে পারে। নিচে সেই সমস্ত নথিপত্রের তালিকা দেওয়া হলঃ

  1. আধার কার্ড
  2. ভোটার কার্ড
  3. প্যান কার্ড
  4. চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  5. তাঁতশিল্পী পরিচয় পত্র

আবেদন পত্র নিয়ে আসার পর সেটা ফিলাপ করে BDO অফিসে বা যদি হ্যান্ডলুম অফিস থেকে নিয়ে থাকেন তাহলে সেখানে জমা করে আসতে হবে। সব ঠিক থাকলে আবেদনকারীর দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যেমনটা জানা যাচ্ছে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রায় ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X