West Bengal Government starts new Portal for Police Transfer Process

আর ধুলো চাপবে না ফাইলে, পুলিশের বদলি পক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় ঘোষণা রাজ্য সরকারের

পার্থ মান্নাঃ রাজ্য সরকারের কর্মীদের বিশেষ কর শিক্ষকদের বদলি সংক্রান্ত কিছু সমস্যার কথা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার জানা যাচ্ছে শিক্ষকদের মত পুলিশের বদলি নিয়েও নানান সমস্যা হচ্ছে। কখনো পদাধিকারী অফিসারের প্রভাবে তো কখনো ঘুষ নিয়ে বদলি নেওয়ার মত অভিযোগ আসছিল। তাই এই সমস্যার সমাধানে সুষ্ঠ বদলি পক্রিয়া চালু করার জন্য উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার।

পুলিশদের বদলির জন্য চালু নতুন পোর্টাল!

এতদিন বদলি নেওয়ার জন্য পুলিশ কনস্টেবল বা সব ইন্সপেক্টরদের আবেদন করতে হত। এই প্রক্রিয়াতেই ছিল সমস্যা, কারণ আবেদন ভবানীভবন পৌঁছানোর আগে জেলা অফিসেই দীর্ঘদিন ধরে পড়ে থাকত। এমনকি ঘুষ না দিলে নাকি বদলির ফাইল সেখান থেকে নড়ত না বলেও অভিযোগ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিচুতলার পুলিশ কর্মীরা। তাই গতানুগতিক পদ্ধতিতে বদল এনে অনলাইনে পুলিশের বদলির পক্রিয়া চালু করার জন্য নতুন পোর্টাল চালু করা হচ্ছে। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন রাজ্য পুলিশের  ডিজি।

এবার থেকে EHRMS এর পোর্টালের মাধ্যমেই অনলাইনে বদলির আবেদন করতে পারবেন পুলিশ কর্মীরা। তবে আপাতত ডিসেম্বর মাসই আবেদন করা যাবে। আগে যেখানে মাসের পর মাস ফাইল পরে থাকতে সেখানে এই পোর্টালের মাধ্যমে আবেদন করলে ১০ দিনের মধ্যেই সিদ্ধান্ত জানা যাবে। উপরের পুলিশের কর্তাদের উপর নির্দিষ্ট রেঞ্জের দায়িত্ব দেওয়া থাকবে তাঁরা আবেদন দেখে ১০ দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন।

বদলির নির্দেশিকায় থাকছে নতুন নিয়ম

বদলির আবেদনের জন্য কিছু নিয়ম মানতে হবে। সেগুলি হল যদি মহিলা কনস্টেবলরা বদলির জন্য আবেদন করতে চান তাহলে নূন্যতম ৮ বছর চাকরি করার পরেই আবেদন করতে পারবেন। এছাড়া যদি পুরুষ কনস্টেবলরা বদলির জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ১৫ বছর চাকরি করে থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন।

যদি অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর (ASI) বা সব ইন্সপেক্টর পদের পুলিশের বদলির আবেদন করতে চান সেক্ষেত্রে অবসরের চার বছর আগে নিজের জেলায় ট্রান্সফারের জন্য আবেদন করতে পারেন। এছাড়া পদোন্নতির পর পছন্দের ৫টি পোস্টিংয়ের কথা বলা যেতে পারে। তবে নিজের বিধানসভা এলাকায় কোনো পুলিশকেই বদলি দেওয়া হবে না একথা সাফ জানানো হয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X