চাকরির খবর,পশ্চিমবঙ্গ চাকরি,মালদা,Jobs Opportunity,West Bengal Jobs,Malda

Papiya Paul

কোনো লিখিত পরীক্ষা ছাড়াই অষ্টম শ্রেণি পাশেই পশ্চিমবঙ্গ টুরিস্ট গাইড পদে চাকরির খবর, জেনে নিন বিস্তারিত

বর্তমানে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজ্যের অসংখ্য যুবক-যুবতীরা। তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের জন্য রইল খুশির খবর। মালদা জেলার ডিএম অফিসের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে কেবল অষ্টম শ্রেণী পাসেই টুরিস্ট গাইড পদে একাধিক কর্মী নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে।

   

তাহলে জেনে নিন এই চাকররির বিষয়ে সমস্ত খুঁটিনাটি-

পদের নাম:
১. টুরিস্ট গাইড
২. ভেটেরান টুরিস্ট গাইড

পদের সংখ্যা: একাধিক কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে নির্দেশিকায় শূন্যপদের সঠিক সংখ্যা সম্পর্কে কিকগু জানানো হয়নি।

কাজের সময়সীমা: ফুল টাইম।

আবেদন মূল্য: এই পদে আবেদন করার জন্য কোনো রকম টাকা লাগবে না।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে নূন্যতম অষ্টম/মাধ্যমিক পাস হতে হবে। এক্ষেত্রে ইতিহাস, সংস্কৃত এবং পর্যটন বিষয়ে প্রার্থীর যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এর সাথে লাগবে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা।

বেতন: বেতন সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

আবেদন প্রক্রিয়া: আপনি অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইন প্রক্রিয়া:
1.wbtourism.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম দিয়ে রেজিস্টার করুন। তারপর ফর্ম ফিলাপ করতে হবে।
2.এরপর সমস্ত documents দিয়ে সাবমিট করে দিন।

নিয়োগ পদ্ধতি:

এই চাকরির জন্য কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই টুরিস্ট গাইড ও ভেটেরান টুরিস্ট গাইড পদে নিয়োগ হতে চলেছে। এক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে। উল্লেখ্য, টুরিস্ট গাইডের ক্ষেত্রে প্রশিক্ষণের সময়সীমা 4৪সপ্তাহ এবং ভেটেরান টুরিস্ট গাইডের ক্ষেত্রে এর সীমা ২ সপ্তাহ।

আবেদনের তারিখ: 30/05/2022 থেকে 13/06/2022 পর্যন্ত।