কৃশানু ঘোষ, কলকাতাঃ দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই বেড়েছে পর্যটকের সংখ্যা। ভিড়ের চোটে রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল একাধিক স্পেশাল ট্রেনের (Digha Special Train)। শুধু তাই নয়, দিঘার জন্য চালু করা হয়েছে সরকারি বিভিন্ন বাস পরিষেবা। তবে, এবার দিঘার যাত্রীদের জন্য নয়া এবং বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল রেল কর্তৃপক্ষের (Indian Railways) তরফ থেকে। যার ফলে আপনার যদি দিঘায় (Digha) জগন্নাথ দেবের স্নান যাত্রা উপভোগ করার ইচ্ছা থাকে, তাহলে আপনার জন্য এই সংবাদ হতে পারে অত্যন্ত কার্যকরী।
কী সিদ্ধান্ত নেওয়া হল?
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার কথা ভেবে চলতি বছরের ৯ এপ্রিল থেকে দিঘা-পাঁশকুড়া (Panskura) রুটে ২টি স্পেশাল লোকাল ট্রেন চালু করেছিল রেল কর্তৃপক্ষ। তবে, এই ট্রেনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল রেলের তরফ থেকে। জানা গিয়েছিল ৮ জুন পর্যন্ত চলবে এই রেল। কিন্তু যাত্রী দুর্ভোগের কথা ভেবে এই রেলের সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ, জারি করা হয়েছে একটি নির্দেশিকাও।
সাউথ-ইস্টার্ন রেলওয়ের (South Eastern Railway Zone) কর্তা সরোজ কুমার ঘড়া এই বিষয়ে বলেন, ‘স্পেশাল ট্রেন ২টি চালু করায় যাত্রীদের অত্যন্ত সুবিধা হচ্ছিল। ট্রেন ২টি যাতে স্থায়ী ভাবে চালানো যায় তার জন্য ইতিমধ্যেই যাত্রীরা আবেদন করেছেন। বিষয়টি বিবেচনা করা হবে।’ এক্ষেত্রে উল্লেখ্য, বর্তমানে দিঘায় পর্যটকদের ভিড় বেড়েছে অনেকটাই। ছোট গাড়ির ভিড় বাড়ায়, সপ্তাহান্তে কোন বাসই নিজেদের সময়সূচী মানতে পারছে না। দুর্ভোগ এড়াতে রেলপথই বেছে নিচ্ছেন অধিকাংশ যাত্রী।
স্পেশাল এই ট্রেনের সময়সূচী
এক্ষেত্রে উল্লেখ্য, যারা এখনও পাঁশকুড়া থেকে দিঘাগামী ওই স্পেশাল ট্রেনটির সময়সূচী সম্পর্কে জানেন না, তারা জেনে নিন – এই ট্রেনটি প্রতিদিন সকাল ১১টায় পাঁশকুড়া থেকে দিঘার উদ্দেশ্যে ছাড়ে। যা দুপুর ১টা ৫০ মিনিটে দিঘায় পৌঁছায়। অন্যদিকে, দিঘা থেকে দুপুর ২টো ৫০ মিনিটে ট্রেনটি ছেড়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে পাঁশকুড়ায় পৌঁছায়। পাঁশকুড়া থেকে দিঘা যাওয়ার জন্য এই ট্রেনটির ভাড়া মাত্র ৩০ টাকা। অর্থাৎ, এই ট্রেনের মাধ্যমে খুব কম খরচেই দিঘা পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।