কবে খুলছে স্কুল? গরমের ছুটি নিয়ে বিরাট আপডেট

Summer Vacation

কবে খুলছে স্কুল? গরমের ছুটি নিয়ে বিরাট আপডেট

Published on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ গ্রীষ্মের প্রখর দাবদহে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। নিম্নচাপের জেরে বৃষ্টি হলেও, ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি এখনও। এরই মধ্যে ছাত্রছাত্রীদের মুখ ব্যাজার করে ৩১ মে শেষ হচ্ছে সরকারী স্কুলের গরমের ছুটি (Summer Vacation)। ১ জুন রবিবার কাটিয়ে ২ জুন অর্থাৎ সোমবার থেকে শুরু হবে সরকারী স্কুলের পঠন পাঠন। এই সময়ে একটাই বড় প্রশ্ন, এই ভ্যাপসা গরমে ছাত্র-ছাত্রীদের মুখের দিকে তাকিয়ে কি পুনরায় গরমের ছুটি বাড়ানো হতে পারে? চলুন জেনে নেওয়া যাক।

এক্ষেত্রে উল্লেখ্য, পশ্চিমবঙ্গের শিক্ষা দফতরের তরফ থেকে প্রকাশিত গরমের ছুটি সম্পর্কিত শেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ মে ২০২৫ অর্থাৎ শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের তরফ থেকে রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি দেওয়া হয়েছে। এরপর ১ জুন, রবিবার হওয়ার ওই দিন বিদ্যালয়গুলি বন্ধ থেকে ২ জুন, অর্থাৎ সোমবার থেকে সমস্ত স্কুলের পঠন-পাঠন শুরু হবে।

গরমের ছুটি কি বাড়তে পারে?

বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন দাবি করছেন যে, গরমের ছুটি ৩১ মে পর্যন্ত নয়, বাড়ানো হতে পারে আরও ৭ দিন। অনেক জায়গায় এমন দাবিও শোনা যাচ্ছে, ৭ দিন নয় ১৫ দিন গরমের ছুটি বাড়ানো হবে, এবং ১৭ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারী স্কুলের পঠন-পাঠন শুরু হবে। তবে, শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত গরমের ছুটি বাড়ানো প্রসঙ্গে এমন কোনও ঘোষণা করা হয়নি।

এক্ষেত্রে উল্লেখ্য, চলতি বছরে ১২ মে থেকে রাজ্যের সরকারী স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা থাকলেও, গরমের দাপটে ৯ মে থেকেই রাজ্যের স্কুলগুলিতে শুরু হয়ে যায় গরমের ছুটি। তবে, গরমের কারণে আগের বছরগুলিতেও ছুটি বাড়াতে দেখা গিয়েছে রাজ্যের সরকারী স্কুলগুলিতে, সেই আবহে অনেকেই ভাবছেন হয়তো এবারেও সেই একইভাবে বাড়ানো হতে পারে গরমের ছুটি।

সঙ্গে থাকুন ➥