Arijit

সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের নয়া অধিনায়ক নিকোলাস পুরান

দীর্ঘদিন ধরে খারাপ ফর্মে থাকার পর অবশেষে আইপিএল এর মাঝেই সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কায়রন পোলার্ড। হঠাৎ করে কায়রন পোলার্ড এর অবসর নিয়ে নেওয়ায় কিছুটা চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কারণ এই বছরের শেষেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

   

পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের আগামী অধিনায়ক হিসেবে একাধিক ক্রিকেটারের নাম উঠে আসছিল। দীর্ঘ আলোচনার পর পুরানের হাতেই নেতৃত্বের গুরুদায়িত্ব তুলে দিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক দিনের এবং টি টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন পুরান। পোলার্ড অধিনায়ক থাকার সময় গত এক বছর তিনিই ছিলেন তাঁর সহ অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে পুরান বলেছেন,  ‘‘ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়ে সত্যিই গর্ব অনুভব করছি। বহু কিংবদন্তি ক্রিকেটারের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাকে। এটা আমার ক্রিকেট জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দলকে সাধ্যমতো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সমর্থকদের আনন্দ দেওয়ার চেষ্টা করব।’’