Papiya Paul

শুটিং শেষে নায়ক-নায়িকাদের দামী পোশাকগুলো যা করা হয়, জানলে অবাক হবেন আপনি

বিনোদন জগতের সমস্ত কিছুই নিয়ে আলোচনা চলতেই থাকে। এই বিনোদন জগত নিয়ে মানুষের মধ্যে একটি আলাদাই উত্তেজনা কাজ করে। এমনকি সিনেমার পর্দার প্রত্যেকটি জিনিস নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। ঠিক যেমন সিনেমাতে দৃশ্যায়িত অভিনেতা-অভিনেত্রীদের পোশাক নিয়েও মানুষের কৌতূহল রয়েছে।

   

কোন একটি সিনেমার ক্ষেত্রে নায়ক-নায়িকা যে সমস্ত পোশাক পরেন সেগুলো অভিনয় করার পর কোথায় রাখা হয়? কিংবা এত দামী দামী পোশাকের শেষ পর্যন্ত কি করা হয়? এরকম নানা প্রশ্ন থাকে অনুরাগীদের মনে। বলিউডের বেশ কিছু সিনেমা যেমন ‘বাজিরাও মাস্তানি’তে দীপিকার সেই অপূর্ব কস্টিউম থেকে শুরু করে ‘চান্না মেরেয়া’ গানে অনুষ্কা শর্মার সেই লেহেঙ্গার কথা কখনোই ভোলা যায় না।

সত্যি কথা বলতে এই সমস্ত ড্রেস ব্যবহার করা হয় কয়েক সেকেন্ড কিংবা কয়েক ঘণ্টার জন্য। তারপর এই পোশাকের ব্যবহার কি? নায়ক-নায়িকারা আর কখনোই এই পোশাকগুলো ব্যবহার করেন না। আসলে শুটিং শেষ হয়ে যাওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রেই প্রোডাকশন হাউসের স্টোর রুমে এই পোশাকগুলি রাখা থাকে। প্রতিটি ছবির জন্য আলাদা আলাদা বাক্স তৈরি করা হয়। আর তার ওপর প্রত্যেক ছবির স্টিকার লাগানো থাকে। প্রত্যেকটি স্টিকার লাগানো অনুযায়ী আলাদা আলাদা পোশাক রাখা থাকে।

এবার অনেকের মনে প্রশ্ন আছে তাহলে কী এইসব দামি পোশাকগুলো এভাবেই বাক্সবন্দী পড়ে থাকে? আসলে না, এই পোশাকগুলো পরবর্তীকালে সেই প্রোডাকশনের অন্য পার্শ্বচরিত্রদের পরতে দেওয়া হয়। কিংবা সেই ডিজাইনাররা তাদের নিজেদের স্টুডিওতে পোশাকগুলো ফেরত নিয়ে যায়। অনেক ক্ষেত্রে এই সিনেমার বিখ্যাত পোশাকগুলো নায়ক-নায়িকারা নিজের কাছে সংগ্রহ করে রাখে। মাঝেমধ্যে নিলাম হয় এই পোশাকগুলোর। সত্যি কথা বলতে কি একটি সিনেমার ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীরা সারা সিনেমাজুড়ে যে পোশাক পরেন সেগুলো সব একজায়গায় করলে একটি দোকান গড়ে তোলা সম্ভব বৈকি!