রাখী গুলজার,বলিউড,বিনোদন,মায়ের চরিত্র,Rakhi Guljar,Bollywood,Entertainment,Charecter of a mother

Moumita

‘নায়িকা থেকে মা’ নিজের থেকে ৫ বছরের বড়ো অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাখী গুলজার

‘মা’, চরিত্রটি নিয়ে বরাবরই যত্নশীল বলিউড ৷ টিনসেল টাউনের এমন বেশ কিছু অভিনেত্রী আছেন তারা বয়সের সাথে তাল মিলিয়ে মায়ের চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছেন। তখন থেকেই তারা মায়ের চরিত্রেই দর্শকের কাছে সুপরিচিত। এমনই একজন অভিনেত্রী রাখী গুলজার। এই অভিনেত্রী তার অভিনয় জীবনে বহু আইকনিক ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন। আর বলাই বাহুল্য তিনি নিজের অনবদ্য অভিনয়ের মাধ্যমে মাতৃত্বের বিভিন্ন স্তর, বিভিন্ন ধারণাকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন

   

নিরূপা রায়ের পর রাখীই একমাত্র অভিনেত্রী যিনি বলিউডে মায়ের ভূমিকায় অভিনয় করে আলাদা পরিচিতি তৈরি করেছেন। আইকনিক ফিল্ম ‘করণ-অর্জুন’এ সালমান খান এবং শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রাখী। উল্লেখ্য, ৩০ বছর পরেও এই ছবির জনপ্রিয়তা একই রয়ে গেছে। ছবিতে তার বলা সংলাপট ‘মেরে করণ-অর্জুন আয়েঙ্গে’ আজও হিন্দি সিনেমার অন্যতম আইকনিক সংলাপ।

রাখী গুলজার,বলিউড,বিনোদন,মায়ের চরিত্র,Rakhi Guljar,Bollywood,Entertainment,Charecter of a mother

করণ-অর্জুন ছাড়াও, রাম লখন-এ অনিল কাপুর এবং জ্যাকি শ্রফের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছিলো তাকে। এছাড়াও খলনায়ক ছবিতে সঞ্জয় দত্তের মা হিসেবে তার অনবদ্য অভিনয় বাস্তবসম্মত করে তুলেছিলো চরিত্রটিকে। বলাইবাহুল্য এই ছবিগুলি প্রতিটিই ছিলো সুপার ডুপার হিট। নব্বইয়ের দশকে মায়ের ভূমিকা মানেই, পরিচালকদের প্রথম পছন্দ রাখী গুলজার।

রাখী গুলজার,বলিউড,বিনোদন,মায়ের চরিত্র,Rakhi Guljar,Bollywood,Entertainment,Charecter of a mother

জেনে অবাক হবেন রাখী গুলজার ইন্ডাস্ট্রির একমাত্র অভিনেত্রী যিনি নিজের থেকে পাঁচ বছরের বড়ো অভিনেতার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘শক্তি’ ছবিতে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের মায়ের ভূমিকায় দেখা গেছিলো তাকে। সেই সময় যেখানে অমিতাভের বয়স ৪০ সেখানে রাখী তখন ৩৫ পার করেছেন। কিন্তু তার নিখুঁত অভিনয় এবং মেকাপের সৌজন্যে কারও বোঝার ক্ষমতা ছিলো না যে পর্দার মা-ছেলের বয়সের পার্থক্য বাস্তবে একেবারেই উল্টো। রাখীর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিলো দর্শকমহলে।