Papiya Paul

প্রথম সিরিয়াল সুপারহিট, তবুও জোটেনা কাজ, এখন কোথায় আছেন ‘ভানুমতীর খেল’ সিরিয়ালের ভানুমতী!

নিউজশর্ট ডেস্কঃ ভানুমতীর খেল(Bhanumotir Khel), জি বাংলার(Zee Bangla) অন্যতম সেরা ধারাবাহিকগুলোর মধ্যে এটি একটি। ছোট থেকে বড় সকলের কাছে এই ধারাবাহিক খুব পছন্দের ছিল। মূলত ম্যাজিক নিয়ে এই গল্পের ঘটনা এগিয়েছিল। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতেন শ্রেয়সী রায়। তিনি এই ধারাবাহিকে পর্দার সামনে নানারকমের ম্যাজিক দেখাতেন। কিন্তু বাস্তবে হঠাৎ করেই যেন উবে গিয়েছেন তিনি। তাকে আর অভিনয়জগতে সেভাবে খুঁজে পাওয়া যায় না।

   

দুই বছর ধরে তাকে আর ক্যামেরার সামনে দেখা যায়নি। অভিনেত্রীর অনুগামীরা তাকে নতুনভাবে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন। অনেকেই আবার ভাবছেন তিনি হয়তো অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। অবশেষে অভিনেত্রী নিজেই তার ভক্তদের এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, অভিনয় থেকে তিনি সরে যাননি।

অভিনয় করার জন্য তিনি উৎসুক। তিনি যেমনটা চাইছেন সে রকম সুযোগ তার কাছে আসছে না। ধারাবাহিকের লিড চরিত্রে অভিনয় করতে চান শ্রেয়সী কিন্তু নির্মাতারা তাকে পার্শ্বচরিত্রে অফার বারবার দিয়েছেন। আর তাই তিনি রাজি না হয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এছাড়া অভিনেত্রী এটাও জানিয়েছেন তিনি খুব স্ট্রাগেল করার পর ভানুমতীর খেল ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

ই প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমেই নিজেকে ভবিষ্যতে দেখতে চান তিনি। পার্শ্ব চরিত্রে অভিনয়ের কথা এই মুহূর্তে ভাবতে পারেন না। এছাড়া তিনি ধারাবাহিক নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, এমন অনেক সময় তাকে মূল চরিত্রের অফার দেওয়ার পরেও অন্য অভিনেত্রী দিয়ে কাজ করানো হয়েছে।

তিনি মনে করেন, এখন শুধু অভিনয় গুণ দেখে কাজ নেওয়া হয় না। এর সাথে পরিচালক প্রযোজক এবং নির্মাতাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। যা তার পক্ষে করা সম্ভব হয়নি। এই জন্য বারবার তার কাছ থেকে কাজ হাতছাড়া হয়েছে। তবে এইসব নিয়ে একটুও ভাবছেন না তিনি। ভবিষ্যতে আরো ভাল কাজের সুযোগ আসবে বলে মনে করেছেন আর তার অপেক্ষায় রয়েছেন ভানুমতী ওরফে শ্রেয়সী।