টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গাজী আব্দুন নূর,বাংলাদেশ,Tollywood,Entertainment,Television,Serial,Gaji Abdun Noor,Bangladesh

Moumita

প্রথম সিরিয়ালেই জিতেছিলেন দর্শকদের মন, তারপর কোথায় হারিয়ে গেলেন ‘রানী রাসমণি’র রাজচন্দ্র?

টিভির পর্দায় যে চরিত্রগুলি আমরা দেখে থাকি তা কখনো কখনো কল্পনার গণ্ডি পেরিয়ে বাস্তব হয়ে ওঠে। কখনো চরিত্রের বৈশিষ্ট‍্যের গুণে, আবার কখনো অভিনয়ের গুণে আমাদের বড্ডো কাছের হয়ে ওঠে চরিত্রগুলি। ঠিক এরকমই একটি চরিত্র হলো ‘করুণাময়ী রাণী রাসমণি’ (Karunamoyee Rani Rasmoni) সিরিয়ালে বাবু রাজচন্দ্র দাস (Rajchandra)। রাণী রাসমণির স্বামীর এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা গাজী আব্দুন নূর (Gaji Abdun Noor)।

   

তিনি যে দক্ষতায় নিজের চেয়ে বয়সে ছোট দিতিপ্রিয়ার সঙ্গে অভিনয় করেছিলেন তার সত্যিই প্রশংসনীয়। তার নিখুঁত অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন দর্শকরা। কিন্তু এই ধারাবাহিকের পর অনেকটা সময় পেরিয়ে গেলেও তাকে আর পর্দায় দেখতে পাওয়া যায় না এখন। রাসমণি শেষ হওয়ার অনেক আগেই গল্প ফুরিয়েছিল রাজচন্দ্র চরিত্রটির। কিন্তু এরপর থেকে কোথায় গায়েব হয়ে গেলেন তিনি?

আসলে বিষয়টি হলো যে, গাজী আব্দুন নূর কিন্তু ভারতীয় নন। তিনি আসলে বাংলাদেশের নাগরিক। তাই ধারাবাহিকে তার কাজ শেষ হতেই তিনি ফিরে গিয়েছেন নিজের দেশে। শোনা যায় এখান থেকে ফিরে যাওয়ার পর প্রচুর কাজ তার হাতে এসেছিলো। ইতিমধ্যেই ছোটো পর্দার পাশাপাশি বড়ো পর্দাতেও কাজ করে ফেলেছেন।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গাজী আব্দুন নূর,বাংলাদেশ,Tollywood,Entertainment,Television,Serial,Gaji Abdun Noor,Bangladesh

তিনি দেশে ফিরে গিয়েছিলেন ২০১৯ সালে। অর্থাৎ কাজ শুরু করার কিছুদিন পরেই শুরু হয় মহামারী। বন্ধ হয়ে যায় সমস্ত শুটিং। তবে করোনা কমতেই আবার নতুন উদ্যোমে কাজ শুরু করেছেন নূর। ইতিমধ্যেই তাকে দেখা গেছে ৫ টি ছবিতে। এখনও ২ টি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গাজী আব্দুন নূর,বাংলাদেশ,Tollywood,Entertainment,Television,Serial,Gaji Abdun Noor,Bangladesh

তবে এ সবই কিন্তু ওপার বাংলায়। এখন প্রশ্ন আসে যে, তাহলে কি এপার বাংলার সাথে সব সম্পর্ক ছিন্ন করলেন তিনি। এই প্রসঙ্গে অভিনেতা জানান যে, তিনি এখনও এখান থেকে ছবির ডাক পাচ্ছেন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে আসতে পারছেননা এদেশে। যদিও কলকাতার সাথে তার সব সম্পর্ক এখনও শেষ হয়ে যায়নি। কারণ রবীন্দ্রভারতী বিশ্ববিদ‍্যালয় থেকে রেজাল্ট তুলতে তাকে আসতেই হবে।

শহর কলকাতায় কত স্মৃতি রয়েছে তার। পড়াশোনা থেকে শুরু করে থিয়েটার, ঘোরাফেরা, খাওয়াদাওয়া সবকিছুই এখানে। তার ঐতিহাসিক চরিত্র রাজচন্দ্র তাও পেয়েছেন এই টলিপাড়ার দৌলতেই। তাই এই যোগসূত্র কি এতসহজে ছিন্ন করা সম্ভব? এরপর কলকাতায় আসলেই দিনকয়েক থেকে যাবেন এখানে‌। নতুন কাজের অফার পেলে তাও করবেন বলে জানিয়েছেন।