আইআইফা,আবুধাবি,বলিউড,বিনোদন,সেরা তালিকা,কৃতি শ্যানন,ভিকি কৌশল,IIFA,Abu Dhabi,Bollywood,Entertainment,Top list,Kriti Shanan,Vicky Kaushal

Moumita

IIFA-এর মঞ্চে চাঁদের হাট, কারা পেলেন শ্রেষ্ঠত্বের শিরোপা? রইল সম্পূর্ণ তালিকা

এবছর ২৩ তম The International Indian Film Academy Awards অর্থাৎ IIFA-র আসর বসেছিলো আবু ধাবিতে। জুন ৩ আর ৪-এ আয়োজন করা হয়েছিল আইফার। আমরা জানি আইফা মানেই বলিউডের গ্ল্যামার এবং বিনোদনের ছড়াছড়ি, তারা অন্যথা হলোনা এবছরও। ২৩ তম The International Indian Film Academy Awards-এর মঞ্চ মাতালেন সারা আলি খান, অভিষেক বচ্চন, শাহিদ কাপুর, অনন্যা পাণ্ডে, নোরা ফতেহি’র মতো তারকারা। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক কাদের মাথায় উঠলো সেরার সেরা মুকুট।

   

আইফা ২০২২-এ সেরা ছবির সম্মান পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘শেরশাহ’। এই একই ছবির জন্য সেরা পরিচালকের সম্মান পেয়েছেন পরিচালক বিষ্ণুবর্ধন। অপরদিকে সর্দার উধম এবং মিমি ছবিতে দূর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরষ্কার উঠেছে ভিকি কৌশল এবং কৃতি শ্যাননের হাতে।

এছাড়াও এক ঝলক দেখে নিন আইফা ২০২২ এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

1)সেরা অভিনেতা (পুরুষ) – সরদার উধম-এর জন্য ভিকি কৌশল।
2)সেরা অভিনেত্রী(মহিলা)- মিমি-এর জন্য কৃতি শ্যানন।
3)সেরা পরিচালক – শেরশাহের জন্য বিষ্ণুভারধন।
4)সেরা চলচ্চিত্র – হিরু যশ জোহর, করণ জোহর , অপূর্ব মেহতা, শাব্বির বক্সওয়ালা, অজয় ​​শাহ, হিমাংশু গান্ধী (শেরশাহ)।
5)সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা)- ‘রাতে লম্বিয়া’-এর জন্য আসিস কৌর, (শেরশাহ)।
6)সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) – জুবিন নওটিয়াল ‘রাতে লম্বিয়া’ গানের জন্য, (শেরশাহ)।
7)সেরা লিরিক্স – ‘লেহরা দো’-এর জন্য কসুর মুনির, (৮৩)।
8)সেরা সঙ্গীত পরিচালনা – ‘আতরঙ্গি রে’-এর জন্য এ আর রহমান।
‘শেরশাহ’-এর জন্য জসলিন রয়্যাল, জাভেদ মোহসিন, বি প্রাক
9)সেরা ডেবিউ(পুরুষ) – আহান শেঠি (তড়প)।
10)সেরা ডেবিউ(মহিলা)- শর্বরী ওয়াঘ (বান্টি অর বাবলি 2)।
11)সেরা গল্প (অ্যাডাপ্টেড) – কবির খান, সঞ্জয় পুরান সিং চৌহান (83)।
12)সেরা মৌলিক গল্প – লুডো (অনুরাগ বসু)।
13)সেরা সহ-অভিনেত্রী – সাই তামহাঙ্কর (মিমি)‌।
14)সেরা সহ অভিনেতা – পঙ্কজ ত্রিপাঠি (লুডো)।

 

আইআইফা,আবুধাবি,বলিউড,বিনোদন,সেরা তালিকা,কৃতি শ্যানন,ভিকি কৌশল,IIFA,Abu Dhabi,Bollywood,Entertainment,Top list,Kriti Shanan,Vicky Kaushal

প্রসঙ্গত এবছর নাচে গানে আড়ম্বরপূর্ণভাবে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন প্রত্যেক তারকাই। অপরদিকে সালমান, মনিশ এবং রিতেশ তাঁদের নিখুঁত সঞ্চালনায় মুগ্ধ করেছে দর্শকদেরও। ‘শাহিদ-নোরা’র ডুয়েট পারফরম্যান্সও ছিলো নজরকাড়ার মতো‌।