এবছর ২৩ তম The International Indian Film Academy Awards অর্থাৎ IIFA-র আসর বসেছিলো আবু ধাবিতে। জুন ৩ আর ৪-এ আয়োজন করা হয়েছিল আইফার। আমরা জানি আইফা মানেই বলিউডের গ্ল্যামার এবং বিনোদনের ছড়াছড়ি, তারা অন্যথা হলোনা এবছরও। ২৩ তম The International Indian Film Academy Awards-এর মঞ্চ মাতালেন সারা আলি খান, অভিষেক বচ্চন, শাহিদ কাপুর, অনন্যা পাণ্ডে, নোরা ফতেহি’র মতো তারকারা। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক কাদের মাথায় উঠলো সেরার সেরা মুকুট।
আইফা ২০২২-এ সেরা ছবির সম্মান পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘শেরশাহ’। এই একই ছবির জন্য সেরা পরিচালকের সম্মান পেয়েছেন পরিচালক বিষ্ণুবর্ধন। অপরদিকে সর্দার উধম এবং মিমি ছবিতে দূর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরষ্কার উঠেছে ভিকি কৌশল এবং কৃতি শ্যাননের হাতে।
এছাড়াও এক ঝলক দেখে নিন আইফা ২০২২ এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
1)সেরা অভিনেতা (পুরুষ) – সরদার উধম-এর জন্য ভিকি কৌশল।
2)সেরা অভিনেত্রী(মহিলা)- মিমি-এর জন্য কৃতি শ্যানন।
3)সেরা পরিচালক – শেরশাহের জন্য বিষ্ণুভারধন।
4)সেরা চলচ্চিত্র – হিরু যশ জোহর, করণ জোহর , অপূর্ব মেহতা, শাব্বির বক্সওয়ালা, অজয় শাহ, হিমাংশু গান্ধী (শেরশাহ)।
5)সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা)- ‘রাতে লম্বিয়া’-এর জন্য আসিস কৌর, (শেরশাহ)।
6)সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) – জুবিন নওটিয়াল ‘রাতে লম্বিয়া’ গানের জন্য, (শেরশাহ)।
7)সেরা লিরিক্স – ‘লেহরা দো’-এর জন্য কসুর মুনির, (৮৩)।
8)সেরা সঙ্গীত পরিচালনা – ‘আতরঙ্গি রে’-এর জন্য এ আর রহমান।
‘শেরশাহ’-এর জন্য জসলিন রয়্যাল, জাভেদ মোহসিন, বি প্রাক
9)সেরা ডেবিউ(পুরুষ) – আহান শেঠি (তড়প)।
10)সেরা ডেবিউ(মহিলা)- শর্বরী ওয়াঘ (বান্টি অর বাবলি 2)।
11)সেরা গল্প (অ্যাডাপ্টেড) – কবির খান, সঞ্জয় পুরান সিং চৌহান (83)।
12)সেরা মৌলিক গল্প – লুডো (অনুরাগ বসু)।
13)সেরা সহ-অভিনেত্রী – সাই তামহাঙ্কর (মিমি)।
14)সেরা সহ অভিনেতা – পঙ্কজ ত্রিপাঠি (লুডো)।
প্রসঙ্গত এবছর নাচে গানে আড়ম্বরপূর্ণভাবে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন প্রত্যেক তারকাই। অপরদিকে সালমান, মনিশ এবং রিতেশ তাঁদের নিখুঁত সঞ্চালনায় মুগ্ধ করেছে দর্শকদেরও। ‘শাহিদ-নোরা’র ডুয়েট পারফরম্যান্সও ছিলো নজরকাড়ার মতো।