Arijit

কোহলির পর কে হবেন ভারতের টি-২০ অধিনায়ক? নিজেই জানালেন কোহলি

বেশ কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। টুইট করে নিজেই জল্পনার অবসান ঘটালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এইদিন টুইট করে বিরাট কোহলি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।

   

টুইটারে কোহলি লিখেছেন, “দীর্ঘদিন হয়ে গেল ভারতের তিনটি ফরম্যাটেই অধিনায়কত্ব করছি। অধিনায়কের দায়িত্ব এক বড় দায়িত্ব। এবার আমি অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই এবং আমার পুরো ফোকাস আমি আমার নিজের ব্যাটিংয়ে দিতে চাই। আর সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়তে চলেছি। ইতিমধ্যে এই ব্যাপারে আমি বিসিসিআই এবং হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনা করেছি।”

এইদিন শুধু কোহলি নিজের অধিনায়কত্ব ছাড়ার কথাই বললেন না, সেই সঙ্গে আগামীদিনে কে হবেন ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন কোহলি। এইদিন কোহলির কথায় স্পষ্ট হয়ে গেল যে কোহলি ছাড়ার পর আগামী দিনে ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা।