who is the shubh joshi from asur webseries in real

Moumita

‘অসুর’ সিরিজের শুভ যোশীর আসল পরিচয় কি? এই অভিনেতার পরিচয় জানলে চমকে যাবেন

ভারতের প্রথম মাইথোলজিক্যাল সাসপেন্স থ্রিলার(Indian First Mythological Suspense thriller) হিসেবে ব্যাপক চর্চায় রয়েছে ‘অসুর’ (Asur)। একসঙ্গে অনেকগুলি বিষয়কে এক সুতোয় গাঁথা হয়েছে এই সিরিজে। প্রথম সিজনটি মুক্তি পাওয়ার সাথে সাথেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল দর্শকমহলে। গল্পের প্রধান নায়ক শুভ যোশীর(Shubh Joshi) ক্যারিশ্মা দেখে চমকেছে সকলেই। তার অভিব্যক্তি দর্শকদের হাড়ে হিম ধরিয়ে দিয়েছে প্রথম সিজন থেকেই।

   

যারা সিরিজটি দেখেছেন তারা তো জানেনই যে, মাত্র ১২ বছর বয়সেই এক বালক নিজেকে অসুর মনে করে তার বাবাকেই হত্যা করে। কথায় আছে না যে, তিক্ষ্ণমেধা আর শয়তানি বুদ্ধি যদি একসাথে মিলে যায় তাহলে তার মত খারাপ বোধহয় আর কিছু হয়না। নিজেকে কলি অসুর মেনে নিয়ে নিরীহ ভাল মানুষদের মেরে সে ভগবান বিষ্ণুর কল্কি অবতারকে বারবার চ্যালেঞ্জ জানাতে থাকে।

আর এই যুদ্ধে তার হাতিয়ার হল অত্যাধুনিক প্রযুক্তি। এই শুভ যোশীর ছোটবেলার চরিত্রটিতে অভিনয় করেছেন বিশেষ বানসাল (Vishesh Bansal)। এই ছোট্ট বয়সেই তিনি যেভাবে নিখুঁত অভিনয় করে চলেছেন তা সত্যিই প্রশংসনীয়। ডায়লগ ডেলিভারি করার স্টাইল থেকে শুরু করে তার হাঁটাচলা সবটাই দর্শকদের মনে ধরেছে।

Bollywood,Entertainment,Gossip,Indian Web Series,Asur,Vishesh Bansal,Indian Mythological Suspense Thriller,Shubh Joshi,Asur Series,Asur Series Subh Joshi,বলিউড,বিনোদন,গসিপ,ইন্ডিয়ান ওয়েব সিরিজ,অসুর,বিশেষ বানসাল,ইন্ডিয়ান মাইথোলজিক্যাল সাসপেন্স থ্রিলার,শুভ যোশী,অসুর সিরিজ শুভ যোশী,অসুর সিরিজ

অনেকে তো এটাও বলছেন যে, সিরিজের বাকি তারকা আরশাদ ওয়ার্সি (Arshad Warsi), বরুণ সোবতি (Varun Sobti) -কেও নাকি টেক্কা দিয়ে দিয়েছেন তিনি। জানিয়ে দিই, এটাই কিন্তু তার প্রথম প্রোজেক্ট নয়। এর আগে ‘ইস পেয়ার কো কেয়া নাম দু’ (Iss Pyaar Ko Kya Naam Dun) -তে বরুণ সোবতির ছেলের ভূমিকাতে অভিনয় করেছিলেন। এতদিন পর আবারও একবার মুখোমুখি এই জুটি।

Bollywood,Entertainment,Gossip,Indian Web Series,Asur,Vishesh Bansal,Indian Mythological Suspense Thriller,Shubh Joshi,Asur Series,Asur Series Subh Joshi,বলিউড,বিনোদন,গসিপ,ইন্ডিয়ান ওয়েব সিরিজ,অসুর,বিশেষ বানসাল,ইন্ডিয়ান মাইথোলজিক্যাল সাসপেন্স থ্রিলার,শুভ যোশী,অসুর সিরিজ শুভ যোশী,অসুর সিরিজ

এছাড়াও তাকে দেখা গেছিল ‘সূর্যপুত্র কর্ণ’ (Sooryaputra Karna) সিরিয়ালে। সেইসময় তার বয়স ছিল মাত্র ১০ বছর। এই সিরিয়ালে তার অসাধারণ স্টান্ট দেখে মুগ্ধ দর্শকরাও। পাশাপাশি ‘ইয়ে মেরি ফ্যামেলি’ (Yeh Meri Family), ‘স্ক্যাম ২’ (Scam 2) ওয়েব সিরিজেও দেখা গেছিল তাকে। কাজ করেছেন ‘বম্বে টকিজ’ সিনেমাতেও। অনেকেই হয়ত জানেননা যে, অভিনয়ের পাশাপাশি ঘোড়ায় চড়া, তীরন্দাজি থেকে স্নো বোর্ডিংয়েও দারুন তুখোড় এই ছেলে।