বলিউডের ভাইজান সালমান খান(Salman Khan) অনেক অভিনেতা-অভিনেত্রীকে সিনেমায় কাজের সুযোগ করে দিয়েছেন। সেই তালিকায় ছিল তার নিজের ভগ্নিপতি আয়ুষ শর্মাও(Aayush Sharma)। সালমানের দৌলতেই বলিউডে পা রাখেন অভিনেতা। ইতিমধ্যে দুটি ছবিতে কাজ করেছেন আয়ুষ। যেখানে অন্তিম ছবিতে সালমানের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাকে।
তবে এই অভিনেতা কিনা একটুখানি মতবিরোধ হতেই সালমানের ছবি থেকে বের হয়ে গেলেন? আয়ুষের প্রথম সিনেমা ‘লাভরাত্রি’, যেটা প্রযোজনা করেছিলেন সালমান খান। আবার ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর সালমানের পরবর্তী ছবি ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ ছবিতেও কাজ করছিলেন তিনি।
কিন্তু প্রযোজনা সংস্থার সঙ্গে মতবিরোধের কারণে সে কাজ ছেড়ে দিয়েছেন অভিনেতা। এই সিনেমার এক ঘনিষ্ঠ সূত্র মিডিয়াকে জানিয়েছে, এই সিনেমার কাজ শুরু হয়ে গিয়েছিল। এরপর কিছু সমস্যা তৈরি হয় আয়ুষ আর প্রযোজনা সংস্থার মধ্যে। আর তাই নিজেকে এই সিনেমা থেকে সরিয়ে নেন অভিনেতা।
জানা গিয়েছে, এখানে গোটা একদিন শুটিং করার পর প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যার ফলে তা ছেড়ে দেন। তবে কোনরকম ঝগড়ার খবর মানতে রাজি নন তিনি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, চরিত্রটি ছোট ছিল তাই তিনি সরে গিয়েছেন। এই ছবি ছেড়ে দিয়েছেন জাহীর ইকবালও। যাকে সালমান নিজেই বলিউডে নিয়ে এসেছিলেন। জানা গিয়েছে, তাদের ছেড়ে দেওয়া এই দুই চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিমন্যু দাসানি (ভাগ্যশ্রীর ছেলে) ও মিজান জাফরি (জাভেদ জাফরির ছেলে)। এমনকি এই ছবি পরিচালনার দায়িত্ব নিজেই নিয়েছেন সালমান।