Indian Railway

Moumita

কিছু কিছু রেল স্টেশনের নামের শেষে PH লেখা থাকে, এর পিছনের বিশেষ কারণ জানলে অবাক হবেন

ভারতীয় রেলে (Indian Railway) যাতায়াত করার সময় অনেক বিষয়বস্তুই আমাদের নজরে আসে। পুরনো কিছু সময় আমরা আপনাদের জানিয়েছি সেই বিষয়ে। আজ আবার আপনাদের জন্য এক দারুণ অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আমরা। চলুন জানাই আপনাদের সেই নিয়ে।

   

আচ্ছা রেল স্টেশনে যাওয়ার সময় সেখানে স্টেশনের নামের পিছনে PH লেখা দেখেছেন। কিন্তু এরকম লেখা থাকে কেন? সাধারণত সেন্ট্রাল, টার্মিনাল বা রোড লেখা থাকলেও PH লেখার কারণটা ঠিক কী? চলুন জানাই এই নিয়ে।

আসলে এই পিএইচ (PH) লেখার অর্থ ‘প্যাসেঞ্জার হল্ট’। অর্থাৎ কোন স্টেশনের নামের পিছনে PH লেখা থাকলে সেখানে কেবল যাত্রীবাহী ট্রেনই থামবে। উল্লেখ্য এই প্যাসেঞ্জার স্টপ হল একটি ডি ক্লাস স্টেশন। এছাড়া এখানে রেলের কোনো কর্মচারিও থাকেনা।

তবে স্টেশনগুলোর দেখভালের দায়িত্ব থাকে রেলের ওপর। অর্থাৎ রেলের তরফে বিশেষ নির্দেশ থাকে। চালককে সোজা নির্দেশ দেওয়া থাকে যে, এই ধরনের স্টেশনগুলিতে ট্রেনগুলোতে ২ মিনিট দাঁড়ায়। তাই এইভাবে ট্রেন যাতায়াত করে।

উল্লেখ্য যে, স্টেশনে টিকিট বিক্রির দায়িত্বও থাকে বাইরের কারো। অর্থাৎ ডি ক্লাস স্টেশনগুলো বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি বা কমিশনের মাধ্যম নিয়োগ করা হয়। তবে ধীরে ধীরে এই ধরণের স্টেশনগুলোর সংখ্যা কমতে শুরু করেছে।