Indian Railway

কিছু কিছু স্টেশনের নামের সাথে কেন যোগ থাকে ‘রোড’ শব্দটির? কারণ জানলে অবাক হবেন

ট্রেনে( Train) যাতায়াত করতে বেশি পছন্দ করেন ভারতীয়রা। একদিকে যেমন সস্তায় হয় যাতায়াত তেমনই অন্যদিকে বজায় থাকে  স্বাচ্ছন্দ্য। এমন অনেকেই আছেন যাঁরা কর্মক্ষেত্রে যাওয়ার জন্যও ভরসা রাখেন ট্রেনে। লোকাল ট্রেনে(Local Train) চড়েই যাতায়াত করেন একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত। যারা ট্রেনে সফর করতে ভালোবাসেন তারা যদি জানালার ধারে বসার জায়গা পেয়ে যায়, তাহলে তো আর কথাই নেই। মূল কথা ট্রেনের যাত্রা কম খরচে অনেক বেশী আরামদায়ক।

ট্রেনে নিত্যদিন যাতায়াত করলেও আমরা অনেকেই জানিনা যে, ভারতীয় রেল আজ এশিয়ার দ্বিতীয বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং গোটা পৃথিবীর মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে ভারতীয় রেল। ভারতে রেলওয়ে ট্র্যাকগুলি প্রায় ৯২,০৮১ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য ভারতে রয়েছে ৮,৫০০ রেলওয়ে স্টেশন। আর এই স্টেশন গুলি থেকে প্রতিদিন প্রায় ২২ মিলিয়ন মানুষ যাতায়াত করেন।

ট্রেনে যাতায়াত তো করছেন কিন্তু জানেন কী কেন ষ্টেশনের নামের পাশে লেখা থাকে রোড শব্দ? জানা যায়, একই শহরে দুটি রেলস্টেশন থাকে। এর মধ্যে একটি থাকে শহরের কেন্দ্রস্থলে। আর একটি থাকে সামান্য দূরেই। এই ক্ষেত্রে স্টেশনগুলির নাম একই হওয়ায় সেগুলোকে আলাদা আলাদা বোঝানোর জন্য এই রোড শব্দটির ব্যবহার করা হয়।

জানা যায়, শহরের মুখ্য স্টেশনের নামের সাথে লেখা থাকে সেন্ট্রাল শব্দটি এবং যে স্টেশনটিতে  তুলনামূলক ভাবে কম যাত্রী হয় সেই স্টেশনে লেখা থাকে রোড শব্দটি।

 

Papiya Paul

X