why usha uthup always wear a bindi written k letter

দক্ষিণ ভারতীয় হলেও মনেপ্রাণে বাঙালী, ঊষা উত্থুপ কেন ‘ক’ লেখা টিপ পড়েন জানেন?

নিউজশর্ট ডেস্কঃ Usha Uthup Always Wear K letter Bindi : ভারতীয় সংগীত জগতের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী(Singer) হলেন ঊষা উত্থুপ(Usha Uthup)। একের পর এক বিখ্যাত গান গেয়ে দর্শকের মনের মনিকোঠায় চিরদিনের জায়গা করে রেখেছেন এই শিল্পী। তার গাওয়া আইকনিক গান ‘কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা’ সঙ্গীতপ্রেমীদের কাছে এক অন্যতম সুপার হিট গান।

তার নাম উঠলেই প্রথমে মনে আসে কোঁকড়ানো চুল, সদা হাস্য মুখ, গায়ে গয়না আর কপালে ‘ক’ লেখা টিপ। আজকের এই প্রতিবেদনে উষা উত্থুপ এর জীবনে এই ‘ক’ লেখা টিপের আসল কারণ আপনাদেরকে জানাবো। এই গায়িকা জন্মসূত্রে দক্ষিণ ভারতীয় হলেও বাংলার প্রতি তার ভালোবাসা মুগ্ধ করেছে সকলকে।

তার কণ্ঠস্বর সকলের থেকেই আলাদা। হিন্দির পাশাপাশি বহু বাংলা গান গেয়েছেন তিনি। কলকাতার প্রতি বরাবরই তার একটি আলাদা টান রয়েছে। ডার্লিং থেকে শুরু করে হরি ওম হরি প্রচুর আইকনিক গান রয়েছে তার লিস্টে। নিজের অদম্য প্রতিভায় জনপ্রিয়তার শিকড়ে পৌঁছেছেন এই সঙ্গীত শিল্পী। গায়িকার কপালে টিপে যে ‘ক’ অক্ষরের টিপ থাকে সেটির মূল কারণ হলো কলকাতার আদ্যক্ষরকে বোঝানো।

তিনি যে কলকাতাকে ভীষণভাবে ভালোবাসেন সেটা সকলেই জানেন। কলকাতার হয়ে বহুবার মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে। আবার কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচেও কলকাতার হয়ে গলা ফাটান তিনি। আসলে ঊষা উত্থুপ দক্ষিণ ভারতের মেয়ে হলেও তিনি কলকাতা শহরের পার্ক স্ট্রিটে একটি নামে রেস্তোরায় গান গেয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন।

know popular singer usha uthup life story here

সেখানে নাইট ক্লাবে তিনি শাড়ি পড়ে গান গেয়েছিলেন। তার এই গান শুনে মুগ্ধ হয়ে যান বলিউড সুপারস্টার দেব আনন্দ। তিনি তাকে বলিউডে গান করার প্রস্তাব দেন। এরপরেই তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন সকলের প্রিয় উষা উত্থুপ।

Papiya Paul

X