Arijit

শুধুমাত্র উইকেট কিপিংয়ের জন্য আইপিএল জয়ের স্বপ্ন ভেঙে যেতে চলেছে এই ৩ ফ্রাঞ্চাইজির

আর মাত্র দু দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত সেই আইপিএল। আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। তবে এবার আইপিএলে ভালো টিম তৈরি করেও শুধুমাত্র উইকেট কিপিং এর জন্য সমস্যায় পড়তে চলেছে তিনটি ফ্র্যাঞ্চাইজি।
এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা:-

   

কলকাতা নাইট রাইডার্স:- এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের দুই উইকেট কিপার হলেন ইংল্যান্ডের স্যাম বিলিংস এবং ভারতের শেলডন জ্যাকসন। এই দুজন ভালো উইকেট রক্ষক হলেও আইপিএলে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবেই উইকেটরক্ষকের জন্য সমস্যায় পড়তে পারে কেকেআর।

মুম্বাই ইন্ডিয়ান্স:- এবার নিলামে মাত্র একজন ভালো উইকেট রক্ষক ব্যাটসম্যানকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তিনি হলেন ঈশান কিশান। যদি কোন কারণ বশত চোটের জন্য ঈশান কিশান আইপিএলে খেলতে না পারে তাহলে বড় সমস্যায় পড়বে মুম্বাই।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:- আরসিবির একমাত্র ভালো উইকেট রক্ষক হলেন দীনেশ কার্তিক। কোন কারণে দীনেশ কার্তিক খেলতে না পারলে সমস্যায় পড়বে আরসিবি।