Arijit

আইপিএল খেলার জন্য পাকিস্তান সফর রিজেক্ট করল উইলিয়ামসন সহ একাধিক ক্রিকেটার

এই বছরের শেষেই সংযুক্ত আরব আমিরশাহীতে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার আগে আমিরশাহির মাটিতে অনুষ্ঠিত হবে আইপিএল 2021 এর বাকি পর্ব। আর সেই কারণে পাকিস্তান সফরের বদলে আইপিএলকেই বেশি গুরুত্ব দিতে চলেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। কারণ আইপিএল খেলেই সংযুক্ত আরব আমিরশাহির পরিবেশ পুরোপুরিভাবে রপ্ত করতে চাই নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আর তাই পাকিস্তান সফরে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড পাঠাচ্ছে না তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কাইল জেমিসন সহ অন্যান্য ক্রিকেটারদের।

   

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা ডেভিড হোয়াইট বলেন, ” আইপিএল শেষ হওয়ার পরেই আবুধাবির মাটিতে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই কারণেই আইপিএল খেললে আবুধাবির পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। ফলে লাভবান হবে নিউজিল্যান্ড ক্রিকেট। আর তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর জঙ্গি হামলা হওয়ার পর থেকে নিউজিল্যান্ড দল পাকিস্তান সফরে যায় নি। 18 বছর পর পাকিস্তান সফরে যেতে চলেছে নিউজিল্যান্ড দল। বিশ্বকাপ সুপার লিগের পাশাপাশি পাঁচটি টিটোয়েন্টি ম্যাচও খেলবে দুই দেশ।