Arijit

কোহলিকে বাদ দিয়ে সেরা টেস্ট একাদশ বেছে নিল উইজডেন, দলে চার ভারতীয়

গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফর্ম এবং টেস্ট ক্রিকেটে অতীতের রেকর্ড এর উপর ভিত্তি করে বিশ্বের সেরা টেস্ট দল বেছে নিল উইজডেন। তবে সবাইকে অবাক করে দিয়ে এই দলে জায়গা হল না ভারত অধিনায়ক বিরাট কোহলির। টেস্ট ক্রিকেটের পরিসংখ্যান বিচার করলেন কোহলির রেকর্ড লজ্জায় ফেলে দেবে বিশ্বের অন্যান্য ব্যাটসম্যানদের। তবে সম্প্রতি এক বছরে টেস্ট ক্রিকেটে কোন সেঞ্চুরি নেই বিরাট কোহলির। আর সেই কারণেই হয়তো কোহলিকে বাদ দেওয়া হয়েছে এই দল থেকে। তবে কোহলি বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছে ক্রিকেটপ্রেমীরা।

   

কোহলি বাদ পড়লেও উইজডেনের বর্তমানে বিশ্বের সেরা টেস্ট একাদশে জায়গা করে নিয়েছে চারজন ভারতীয়। যা অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে। উইজডেনের পছন্দের বিশ্বের সেরা টেস্ট একাদশে ওপেনার হিসেবে রাখা হয়েছে ভারত ওপেনার রোহিত শর্মাকে সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা টেস্ট ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশান।

মিডল অর্ডারে যথাক্রমে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। অস্ট্রেলিয়ান তারকা টেস্ট ব্যাটসম্যান তথা বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের অধিনায়ক তথা তারকা টেস্ট ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। তবে রুট এই দলে থাকলেও অধিনায়কত্ব পান নি তিনি। এই দলের অধিনায়ক করা হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

এই দলে উইকেটরক্ষের দায়িত্বে রাখা হয়েছে পাকিস্তানের উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানকে। দলের দুই অলরাউন্ডারই ভারতীয়। একজন রবীন্দ্র জাদেজা অপরজন রবীচন্দ্রন অশ্বিন। এছাড়া দলের তিনজন পেস বোলার হলেন ইংল্যান্ডের তারকা জোরে বোলার জেমস অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক তথা তারকা জোরে বোলার প্যাট কামিন্স এবং ভারতের তারকা ইয়র্ক কিং জাসপ্রিত বুমরাহ।