বলিউড,বিনোদন,গোবিন্দা,দিলীপ কুমার,Bollywood,Entertainment,Govinda,Dillip Kumar

Moumita

দিলীপ কুমারের এই কথায় একসাথে ২৫ টি ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন গোবিন্দা, এত বছর পর নিজেই খোলসা করলেন অভিনেতা

বলিউডের অন্যতম বর্ষীয়ান অভিনেতা গোবিন্দা তার অভিনয় এবং নাচের পাশাপাশি তার আকর্ষনীয় ব্যক্তিত্বের জন্যেও ব্যাপক প্রসিদ্ধ। যদিও নিজের অদ্ভুত কাজকর্মের কারণে বহুবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে। সম্প্রতি গোবিন্দাকে দেখা গিয়েছে মণীশ পলের চ্যাট শো পডকাস্টে। এই শো’য়ে অভিনেতার ব্যক্তিগত জীবনের এমন অনেক গোপন কথাই জানা গেছে যা খুব কম মানুষই জানেন। চলুন এক নজর দেখে নিই নিজের জীবনের কোন কোন রহস্যের উপর থেকে পর্দা ওঠালেন তিনি।

   

কথাপ্রসঙ্গে এইদিন গোবিন্দা জানান, মাত্র ২১ বছর বয়সে মোট ৭৫ টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। যদিও পরবর্তীকালে প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের নির্দেশে ২৫ টি চলচ্চিত্র থেকে সরে দাঁড়িয়েছিলেন গোবিন্দা। প্রসঙ্গত, বলিউডে ৮০-৯০ এর দশকে রীতিমত গ্র্যান্ড এন্ট্রি নিয়েছিলেন গোবিন্দা। সেইসময় ইন্ডাস্ট্রির বড় বড় পরিচালকরা তাদের ছবিতে গোবিন্দাকে চুক্তিবদ্ধ করতে মরিয়া ছিলেন। এই প্রসঙ্গে মনীশ পলের শো-তে গোবিন্দার নিজের মুখেই জানা যায় যে ” আমার বয়স যখন মাত্র ২১ বছর, তখন আমার হাতে রয়েছে ৭৫ টি ছবি। গোটা বলিউড তখন এই দেখে হতবাক যে, এত কম বয়সে কেউ কীভাবে এতগুলি ছবিতে চুক্তিবদ্ধ হতে পারে। কিন্তু তারপরই দিলীপ সাহেব আমাকে ২৫ টি ছবি ছেড়ে দিতে বলেছিলেন।”

এইদিন গোবিন্দা আরও জানান, ‘পরপর অনেক কাজ করার কারণে আমি অসুস্থ হতে শুরু করি। একবার আমাকে টানা ১৬ দিন না ঘুমিয়ে কাজ করতে হয়েছিল, যার ফলে আমার শরীরের ব্যাপক ক্ষতি হয়েছিলো। বারবার আমাকে হাসপাতালে ছুটতে হতো সেইসময়।’

এইদিন এই বলিউড সুপারস্টার আরও জানিয়েছেন যে, দিলীপ সাহেবের পরামর্শে ২৫ টি ছবি ছেড়ে তো দিয়েছিলেন তিনি কিন্তু সমস্যা সৃষ্টি হলো অন্য জায়গায়। ছবির পারিশ্রমিক হিসেবে তিনি যে টাকা পেয়েছিলেন তা তিনি খরচ করে ফেলেন সেই সময়। ধীরে ধীরে বহু কষ্টে প্রতিটা ছবির সাইনিং ফি ফেরত দিয়েছিলেন তিনি। গোবিন্দা জানান, সেইদিন দিলীপ জি’র বলা একটা কথা আজও তার কানে বাজে, তিনি বলেছিলেন, বেশি লোভ করা উচিত নয়। বেশি লোভ করলে তার পরিণাম ঠিক এরকমই হবে।