Papiya Paul

মাত্র ২ মিনিটেই বিক্রি হল দেড় লক্ষ চীনা ফোন

একদিকে চীনা পণ্য বয়কট করার ডাক, অন্যদিকে দুই মিনিটেই শেষ দেড় লক্ষ চিনা ফোন। ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।তার ওপর সীমান্তে চীনের সঙ্গে ভারতের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গোটা দেশজুড়ে চীনা পণ্য বয়কটের দাবি ওঠে। কিন্তু মুখে চীনা পণ্য বয়কট করার কথা বললেও কাজে হচ্ছে না কিছুই। সম্প্রতি, রিয়েলমি সি ইলেভেন স্মার্টফোনের প্রথম সেল ছিল। ফ্লিপকার্ট ওয়েবসাইটে এই সেল প্রথম অনুষ্ঠিত হয়েছিল। মাত্র দুই মিনিটের মধ্যেই দেড় লক্ষ ফোন বিক্রি হয়েছে। যদি এভাবেই চীনের পণ্য কেনা হয় তাহলে চীনা পণ্য বয়কট করার জন্য কিসের এত আন্দোলন!