Arijit

বিশ্ব যুব তিরন্দাজিতে ভারতের জয়জয়কার! জোড়া সোনা জিতে চমক যুব আর্চারদের

এবারের টোকিও অলিম্পিকে ভারতীয় তীরন্দাজদের প্রতি অনেকটা আশা করা হয়েছিল। অনেকে ধরেই নিয়েছিলেন তিরন্দাজিতে অন্তত ভারত একটা পদক জিতবেই। কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি ভারতীয় তীরন্দাজরা। তীর হাতে ব্যর্থ হয়েছিলেন দীপিকা কুমারি, অতনু দাসরা। তবে এবার অলিম্পিকের ব্যর্থতার রেশ কাটিয়ে দিলেন ভারতের যুব তীরন্দাজরা। বিশ্ব যুব তীরন্দাজি প্রতিযোগিতায় একের পর এক সাড়া জাগানো পারফরম্যান্স করে সারা বিশ্বকে অবাক করে দিল ভারতের যুব তীরন্দাজরা। অন্যান্য প্রতিযোগিদের পরাস্ত করে যুব তীরন্দাজরা সোনা জিতলো।

   

এই মুহূর্তে লন্ডনের চলছে বিশ্ব যুব তীরন্দাজি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় জোড়া সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন ভারতের যুব তীরন্দাজরা। ভারতীয় দল 15 টি পদক জিতেছে যার মধ্যে আটটিই সোনা।

রবিবার সকালেই একের পর এক ধামাকা দেয় ভারতীয় যুবরা। অনুর্ধ 18 তিরন্দাজরা ছেলেদের ও মিক্সড টিম ইভেন্টে ভারতকে ব্যাপক সাফল্য এনে দেন। দুটি সোনা জেতার পাশাপাশি দুটো ব্রোঞ্চও জিতেছে ভারত। ভারতের যুব তিরন্দাজদের এমন সাফল্য দেখার পর টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।