Arijit

কিংবদন্তিদের পিছনে ফেলে ৭৫ বছরের ইতিহাসে নয়া নজির গড়লেন ঋদ্ধিমান সাহা

দীর্ঘ কয়েক মাস দলের বাইরে থাকার পর অবশেষে ঋষভ পন্তের পরিবর্তে ফের ভারতের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেই এক অনবদ্য রেকর্ড করে ফেললেন বাংলার ঋদ্ধি। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে 75 বছরে এমন বিশেষ নজির গড়লেন ঋদ্ধিমান সাহা।

   

ভারতের 75 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঋদ্ধিমান সাহাই সব থেকে বয়স্কতম উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে ভারতীয় টেস্ট দলের হয়ে ক্রিকেট খেলতে নামলেন। এতদিন পর্যন্ত ভারতের সবচেয়ে বয়স্কতম উইকেট রক্ষক হিসেবে খেলার নজির ছিল দত্তারাম হিন্ডেলকারের। 1946 সালে 37 বছর 31 দিনে তিনি ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে নেমেছিলেন।

বৃহস্পতিবার কানপুরের গ্রীন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে খেলতে নেমে দত্তারাম হিন্ডেলকারের সেই নজির স্পর্শ করলেন বাংলার ঋদ্ধিমান সাহা। 37 বছর 32 দিনে ভারতের হয়ে খেলা বয়স্কতম উইকেট রক্ষক ব্যাটার হিসেবে খেলার নজির গড়ে ফেললেন ঋদ্ধিমান। সেই সঙ্গে ঋদ্ধিমান ভেঙে দিলেন কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান ফারুক ইঞ্জিনিয়ারের রেকর্ডও।