ইডেনে খেলা দেখতে এসে ঋদ্ধিকে বাংলার হয়ে খেলার জন্য আবেদন ঋদ্ধি ভক্তদের

ভারতীয় দল থেকে বাদ পড়ার পর বাংলা রঞ্জি দলেও জায়গা হয় নি ঋদ্ধিমান সাহার। বাংলা রঞ্জি দলে ঋদ্ধির জায়গা না হওয়ার কারণ অবশ্য বাংলা ক্রিকেট বোর্ডের এক কর্তার সঙ্গে মনোমালিন্য। তবে রঞ্জির নকআউট পর্বে বাংলা দলে ঋদ্ধির নাম ঘোষণা করা হলেও তিনি বাংলার খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এইদিন কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ খেলতে নেমেছিলেন ঋদ্ধিমান সাহা। গুজরাটের হয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ইডেন গার্ডেন্স নেমেছিলেন ঋদ্ধিমান সাহা। এইদিন প্রিয় খেলোয়াড় ঋদ্ধির খেলা দেখার মাঠে জন্য হাজির হয়েছিলেন হাজার হাজার ঋদ্ধি ভক্তরা।

কয়েক দিন আগে বাংলা ক্রিকেট বোর্ডের সঙ্গে মনোমালিন্যের কারণে ঋদ্ধি জানিয়ে দিয়েছেন তিনি আর বাংলার হয়ে কোনদিন ক্রিকেট খেলবেন না। অন্য রাজ্যের হয়ে তিনি খেলবেন। আর এই ঘটনার পর খুবই হতাশ হয়ে পড়েন ভক্তরা। আর তাই এদিন প্রথম কোয়ালিফায়ার ম্যাচ দেখতে এসে ভক্তেরা গ্যালারি থেকে রব তুললেন, ‘‘ঋদ্ধিকে বাংলায় চাই। বাংলায় ফিরেএসো ঋদ্ধিদা।’’
তবে এইদিন ব্যাট হাতে ভক্তদের হতাশ করলেন ঋদ্ধি। মাত্র 2 বল খেলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যান ঋদ্ধিমান সাহা।

Avatar

Koushik Dutta

X