কলকাতা নাইট রাইডার্স আমাদের বাংলার আইপিএল দল হলেও এই দল থেকে গত বেশ কয়েক বছর ধরে বারেবারে বঞ্চিত হচ্ছেন বাংলার ক্রিকেটাররা। আইপিএলে কেকেআর দলে সেভাবে কোন বাঙালি ক্রিকেটার গত তিন চার বছরে সুযোগই পাননি। এই নিয়ে ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদের বহু অভাব অভিযোগ রয়েছে, তবে সেসবে পাত্তা দেয় না কেকেআর টিম ম্যানেজমেন্ট।
বাংলা দল থেকে অনেক ক্রিকেটারই আইপিএল খেলেন। তবে তাদের খেলতে হয় অন্যান্য রাজ্যের হয়ে। উল্লেখ্য, এ বার বাংলার ঋত্বিক চট্টোপাধ্যায় এবং ঈশান পোড়েল ছিলেন পঞ্জাবে। শাহবাজ আহমেদ এবং আকাশ দীপ খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। মহম্মদ শামি এবং ঋদ্ধি গুজরাতের হয়ে খেলেছেন।
এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ঋদ্ধি বলেন, “সবার আগে কেকেআরের স্কাউট এবং দল পরিচালন সমিতিকে জিজ্ঞাসা করা দরকার যে বাংলার ক্রিকেটারদের উপর ওদের বিশ্বাস রয়েছে কি না। হয়তো ওরা বিশ্বাস করে না যে বাংলার ক্রিকেটাররাও ভাল খেলতে পারে।”