Arijit

আইপিএলে ছন্দের বিচারে সুযোগ পেলেন কার্তিক, তাহলে কেন বাদ ঋদ্ধি? উঠছে প্রশ্ন

আইপিএল শেষ হলেই আগামী 9 জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন দীনেশ কার্তিক। আইপিএলে ভালো পারফর্মেন্স করার নিরিখে জাতীয় দলের দরজা ফের একবার খুলে গিয়েছে দীনেশ কার্তিকের জন্য।

   

আর তারপর থেকেই ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এবার আইপিএলে পারফরমেন্স এর নিরিখে যেমন দিনেশ কার্তিক 37 বছর বয়সেও ভারতীয় দলে সুযোগ পেলেন তেমনি পারফরম্যান্স করেও ভারতীয় দলে সুযোগ পেলেন না বাংলার ঋদ্ধিমান সাহা।

আইপিএলের পারফরম্যান্সের বিচারে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক, উমরান মালিকরা। কিন্তু সেই মাপকাঠিতে জায়গা হল না বাংলার ঋদ্ধিমান সাহার। আইপিএলে সেই ভাবে ছন্দে না থাকলেও দলে রইলেন বেঙ্কটেশ আয়ার, ঈশান কিশনরা। অর্থাৎ এর থেকে এটাই স্পষ্ট যে ঋদ্ধিমান সাহার জন্য আর ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। পারফরম্যান্স করলেও জাতীয় দলের তরজা চিরকালের জন্য ঋদ্ধির জন্য।