Arijit

ঋদ্ধিমানকে হুমকি দেওয়া সেই সাংবাদিককে দু’বছরের জন্য নির্বাসিত করল বিসিসিআই

ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন বাংলার ঋদ্ধিমান সাহা। তবে হটাৎ করেই তাকে বাদ পড়তে হয়েছিল। ঋদ্ধি ভারতীয় দল থেকে বাদ পড়ার পর তাকে এক সাংবাদিক হুমকি দেয়।

   

গত 19 শে ফেব্রুয়ারি একটি টুইট করেন ঋদ্ধিমান সাহা। সেখানে একটি হোয়াটস আপ চ্যাটের স্ক্রিন শট দিয়ে ঋদ্ধি লিখেছিলেন, ‘ভারতীয় দলে এত দিন খেলার পর এই প্রতিদান পেলাম। একজন সাংবাদিকের কাছ থেকে এই রকম ব্যবহার পাচ্ছি। এটা সাংবাদিকতা!’
তবে সেই সময় ঋদ্ধি কোন সাংবাদিকের নাম জানায় নি।

সেই ঘটনার পর তদন্ত শুরু করে বিসিসিআই। তারপর বিসিসিআইয়ের কাছে সেই সাংবাদিকের নাম জানায় ঋদ্ধি। ঘটনার সমস্ত তদন্ত করে ঋদ্ধিমান সাহার পক্ষেই রায় দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলার উইকেট রক্ষককে হুমকি দেওয়ার অভিযোগে সাংবাদিক বোরিয়া মজুমদারকে দু’বছরের জন্য নির্বাসিত করল বিসিসিআই।

নির্বাসিত থাকার সময়ে ভারতের কোনও ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচে প্রবেশাধিকার পাবেন না সেই সাংবাদিক। ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তিতে থাকা কোনও ক্রিকেটারের সাক্ষাৎকারও নিতে পারবেন না সেই সাংবাদিক।