Arijit

মৃত্যুমুখ থেকে ফিরে আসেন এই ৩ ডব্লিউডব্লিউই তারকা! তালিকায় ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন

ছোট বেলায় আমরা অনেকেই ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট অর্থাৎ ডব্লিউডব্লিউই দেখেছি। টিভিতে সেই মারপিট দেখে এবং ওদের সুঠাম চেহারা দেখে আমাদের অনেকেরই ইচ্ছা হত আমাদেরও এ রকম সুঠাম শরীর হবে।

   

তবে জানেন কি টিভি কাঁপানো এই ডব্লিউডব্লিউই তারকাদের মধ্যে কিছু এমন তারকাও রয়েছেন, যাঁরা টিভির পর্দায় বীরদর্পে মারামারি করার পাশাপাশি বিভিন্ন মারণরোগের সঙ্গেও লড়াই করেছেন?

ডব্লিউডব্লিউই দুনিয়ায় অন্যতম চর্চিত নাম ট্রিপল এইচ। ট্রিপল এইচ-কে শেষ বার ডব্লিউডব্লিউই রিঙে দেখা হয়েছিল ২০২১ সালের জানুয়ারিতে। বিপরীতে ছিলেন র‌্যান্ডি অরটন। ২০২১ সালের শেষের দিকে ট্রিপল এইচ হৃদ্‌রোগে আক্রান্ত হন। মৃত্যুর খুব কাছাকাছি গিয়েও বেঁচে ফেরেন তিনি।

পল উইট ওরফে ‘দ্য বিগ শো’ ছোটবেলায় অ্যাক্রোমেগালিতে ভুগেছেন। প্রাক্তন এই ডব্লিউডব্লিউই তারকার পিটুইটারি গ্রন্থিতে একটি টিউমার ছিল। এই টিউমার অত্যধিক ‘গ্রোথ’ হরমোন তৈরি করে, যা মানুষের শরীর স্বাভাবিকের তুলনায় বেশি বড় করে দেয়। চিকিত্সা না করানো হলে অ্যাক্রোমেগালি প্রাণঘাতী হতে পারে বলেও মনে করা হয়।। আর সেই কারণে, পলকে ১৯ বছর বয়সে অস্ত্রোপচার করাতে হয়েছিল।

ডব্লিউডব্লিউই ইতিহাসে অন্যতম কিংবদন্তি ব্রেট হার্ট। তিনি ‘দ্য হিটম্যান’ নামেও পরিচিত। ২০১৩ সালে হার্ট জানতে পারেন যে, তাঁর শুক্রাশয়ে ক্যানসার হয়েছে। ২০১৬ সালে ব্রেটের অস্ত্রোপচার করা হয়। এখন তিনি সুস্থ।